ঢাকা ০৯:৫৫:৫১ এএম, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সদরপুরে বাংলা নববর্ষ ১৪৩২ উৎসব অনুষ্ঠিত Logo চরভদ্রাসনে নানা আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন Logo মধুখালীতে জমি নিয়ে বিরোধ: নিজের ঘরে নিজেরাই আগুন দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ Logo বাংলা শুভ নববর্ষ ১৪৩২ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ শোভাযাত্রা অনুষ্ঠিত Logo শিবপুরে স্ত্রীকে হত্যা, স্বামী পালাতক Logo যশোরের রূপদিয়ায় ১৪ বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট Logo সদরপুরের ৩ ইট ভাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা Logo নাটোর জেলার শ্রেষ্ঠ এস.আই হিসেবে মাসুমের হ্যাট্রিক Logo শালিখায় আগুনে পুড়ে ছাই হলো সুমন কর্মকার নামের ১ যুবক Logo বাগাতিপাড়ায় সাংবাদিকের বসতবাড়িতে শ্রমিকলীগ নেতার হামলা-ভাঙচুর, আটক ২
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

সেনাবাহিনীর ওপর হামলা মামলার আসামির কারা হেফাজতে মৃত্যু

গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা মামলার আসামির কারা হেফাজতে মৃত্যু হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ১টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এলাহী শিকদার (১৯) নামের ওই আসামিকে মৃত ঘোষণা করেন।
দৈনিক সময়ের প্রত্যাশাকে বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আল মামুন ও গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জ্বীবিতেষ বিশ্বাস।

এলাহী শিকদার গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার নিজামকান্দী ইউনিয়নের ফলসি গ্রামের মুহি শিকদারের ছেলে। তিনি ফলসি বাজারে হোটেল ব্যবসা করতেন।

জেল সুপার জানান, শনিবার রাত ১১টার দিকে এলাহী শিকদার (১৯) নামের কয়েদি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরো বলেন, গত ৪ তারিখে আদালত থেকে এলাহী শিকদারকে কারাগারে পাঠানো হয়। কারাগারে আসার আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন এলাহী। আমরা তাকে ওইদিনই সদর হাসপাতালে ভর্তি করেছিলাম। কিছুটা সুস্থ হলে তাকে সেদিনই কারাগারে নিয়ে আসা হয়।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জ্বীবিতেষ বিশ্বাস জানান, রাত একটার দিকে ওই আসামিকে মৃত ঘোষণা করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত চলছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ বলতে পারবো।

মৃত এলাহীর পরিবারের কয়েকজন সদস্য হাসপাতালে বসে দৈনিক সময়ের প্রত্যাশাকে জানান, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সেনাবাহিনীর ওপর হামলার মামলায় গ্রেফতার হন এলাহী। পরদিন কোর্টের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। ওইদিন কিছুটা অসুস্থ ছিলেন এলাহী। গতরাতে তার বাবাকে ফোন দিয়ে এলাহীর অসুস্থতার কথা জানায় কারা কর্তৃপক্ষ। পরে বাড়ি থেকে সবাই হাসপাতালে রওনা হলে পথে খবর পাই এলাহী মারা গেছে। এখন মরদেহের পোস্টমর্টেম চলছে। আমরা মৃতদেহ বুঝে নেওয়ার জন্য এসেছি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান বলেন, মঙ্গলবার দিবাগত রাতে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের থানায় এলাহীকে পাঠায়। পরদিন বুধবার আমরা তাকে আদালতে পাঠাই।

উল্লেখ্য, গত ৫আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগের পর ১০আগস্ট গোপালগঞ্জের গোপিনাথপুরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল থেকে সেনাবাহিনীর টহল টিমের ওপর হামলা হয়। এ সময় সেনার গাড়িতে আগুন ও অস্ত্র লুটের ঘটনা ঘটে। ঐ ঘটনার ১২ দিন পর গত ২৩ আগস্ট গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ১০৬ জনকে সুনির্দিষ্ট ভাবে আসামি করে আরো ৩হাজার ২০০জন অজ্ঞাত ব্যক্তির নামে মামলা করে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর এই মামলার আসামিদের ধরতে কয়েকদিন যাবৎ গোপালগঞ্জে যৌথ বাহিনীর  ধরপাকড় অভিযান চলছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সদরপুরে বাংলা নববর্ষ ১৪৩২ উৎসব অনুষ্ঠিত

error: Content is protected !!

সেনাবাহিনীর ওপর হামলা মামলার আসামির কারা হেফাজতে মৃত্যু

আপডেট টাইম : ০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
মুন্সী সাদেকুর রহমান শাহিন, গোপালগঞ্জ ব্যুরো প্রধান :
গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা মামলার আসামির কারা হেফাজতে মৃত্যু হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ১টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এলাহী শিকদার (১৯) নামের ওই আসামিকে মৃত ঘোষণা করেন।
দৈনিক সময়ের প্রত্যাশাকে বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আল মামুন ও গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জ্বীবিতেষ বিশ্বাস।

এলাহী শিকদার গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার নিজামকান্দী ইউনিয়নের ফলসি গ্রামের মুহি শিকদারের ছেলে। তিনি ফলসি বাজারে হোটেল ব্যবসা করতেন।

জেল সুপার জানান, শনিবার রাত ১১টার দিকে এলাহী শিকদার (১৯) নামের কয়েদি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরো বলেন, গত ৪ তারিখে আদালত থেকে এলাহী শিকদারকে কারাগারে পাঠানো হয়। কারাগারে আসার আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন এলাহী। আমরা তাকে ওইদিনই সদর হাসপাতালে ভর্তি করেছিলাম। কিছুটা সুস্থ হলে তাকে সেদিনই কারাগারে নিয়ে আসা হয়।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জ্বীবিতেষ বিশ্বাস জানান, রাত একটার দিকে ওই আসামিকে মৃত ঘোষণা করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত চলছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ বলতে পারবো।

মৃত এলাহীর পরিবারের কয়েকজন সদস্য হাসপাতালে বসে দৈনিক সময়ের প্রত্যাশাকে জানান, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সেনাবাহিনীর ওপর হামলার মামলায় গ্রেফতার হন এলাহী। পরদিন কোর্টের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। ওইদিন কিছুটা অসুস্থ ছিলেন এলাহী। গতরাতে তার বাবাকে ফোন দিয়ে এলাহীর অসুস্থতার কথা জানায় কারা কর্তৃপক্ষ। পরে বাড়ি থেকে সবাই হাসপাতালে রওনা হলে পথে খবর পাই এলাহী মারা গেছে। এখন মরদেহের পোস্টমর্টেম চলছে। আমরা মৃতদেহ বুঝে নেওয়ার জন্য এসেছি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান বলেন, মঙ্গলবার দিবাগত রাতে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের থানায় এলাহীকে পাঠায়। পরদিন বুধবার আমরা তাকে আদালতে পাঠাই।

উল্লেখ্য, গত ৫আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগের পর ১০আগস্ট গোপালগঞ্জের গোপিনাথপুরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল থেকে সেনাবাহিনীর টহল টিমের ওপর হামলা হয়। এ সময় সেনার গাড়িতে আগুন ও অস্ত্র লুটের ঘটনা ঘটে। ঐ ঘটনার ১২ দিন পর গত ২৩ আগস্ট গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ১০৬ জনকে সুনির্দিষ্ট ভাবে আসামি করে আরো ৩হাজার ২০০জন অজ্ঞাত ব্যক্তির নামে মামলা করে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর এই মামলার আসামিদের ধরতে কয়েকদিন যাবৎ গোপালগঞ্জে যৌথ বাহিনীর  ধরপাকড় অভিযান চলছে।

প্রিন্ট