ফরিদপুরের মধুখালীতে পানিতে ডুবে মোঃ রিফাত বিশ্বাস নামের আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পৌর এলাকার ৪ নং ওয়ার্ডে পশ্চিম গাড়াখোলায় গ্রামে এ ঘটনা ঘটে। রিফাত ওই গ্রামের মোঃ দেলোর ছোট ছেলে।
এ বিষয়ে (০৪নং) ওয়ার্ড কমিশনার মো. আনিচুর রহমান লিটন জানান, রিফাত গতকাল দুপুরে নদীতে গোসল করতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে রাতে ফায়ার সার্ভিসে খবর দেন। বৃহস্পতিবার সকালে মরিচ বাজার ব্রিজের কাছে শিশুটির লাশ ভাসতে দেখে লোকজন লাশটি উদ্ধার করে।
- আরও পড়ুনঃ ইউনিয়ন বিএনপি নেতাকে বহিস্কারের দাবি