ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন সড়কে সৃষ্ট যানজট নিরসনের লক্ষ্যে ব্যাপক কর্মতৎপরতা লক্ষ্য করা গেছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) সারাদিন উপজেলা সদরের হাসপাতাল মোড়, কাজীর মোড়, কলেজ মোড়, বেপারী বাড়ীর মোড়, বিশ্ব জাকের মঞ্জিল স্কুল সংলগ্ন বালুর মাঠ, হাটকৃষ্ণপুর, মনিকোঠা, বাবুরচর, পিয়াজখালী সহ বিভিন্ন বাজার ও সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ফয়সল বিন করিম এর নেতৃত্বে এ কার্যক্রম চলে।
এ সময় সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজীম।
সদরপুর উপজেলা নির্বাহী অফিসার সিএসনজি, মাহিন্দ্রা, রিক্সা ও ভ্যান চালকদের সাথে কথা বলেন এবং তাদেরকে যানজট নিরসনের উপজেলা প্রশাসনকে সহযোগিতার আহবান জানান। যাত্রীদেরকে নিরাপদ সড়কের প্রয়োজনে একটু হেটে হলেও নির্ধারিত স্ট্যান্ড পর্যন্ত যেতে অভ্যস্ত হওয়ার জন্য আহবান জানান। সাধারণ যাত্রীরা এ উদ্যোগকে স্বাগত জানান।
প্রিন্ট