ফরিদপুরের সদরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের জন্য দুআ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগস্ট ২০২৪) সকাল ১০টা থেকে দুপুর পর্য্নত সদরপুর উপজেলা উলামা পরিষদ ভাষানচর ইউনিয়ন শাখার উদ্যোগে ভাষাণচর নতুন বাজার জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে দুআ পরিচালনা করেন সংগঠনের সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী। সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন উলামা পরিষদ ভাষাণচর ইউনিয়ন শাখার সভাপতি মুফতী মামুনুর রশীদ।
সাম্প্রতিক ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে সারাদেশে প্রাণোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ এবং আহত ব্যক্তিবর্গের আশু আরোগ্য কামনা, ফেনী, লক্ষীপুর সহ বন্যা কবলিত জেলাগুলোতে বিতরণের জন্য ত্রাণ সংগ্রহ এবং বর্তমান পরিস্থতিতে উলামায়ে কেরামের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক আলোচনা সভা ও দুআ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা মুফতী বোর্ডের সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী।
মুফতী মোঃ আখতার হুসাইন ও মাস্টার আলী আক্কাছ এর পরিচালনায় দুআ পূর্ব আলোচনা সভায় আরও বক্তব্য দেন মুফতী মাহমুদ হাসান, মাওলানা রাশেদুল ইসলাম, মুফতী রাকিবুল ইসলাম, হাফেজ মাওলানা রইসুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, মুফতী আবু তলহা প্রমুখ। এছাড়াও উপস্তিত ছিলেন মুফতী আলী আজগর, মুফতী জাবের হুসাইন, মুফতী মোতাহার হুসাইন, হাফেজ কামাল বেপারী, সাংবাদিক মামুন-অর-রশিদ, মানবিক সংগঠন সদরপুর এর সভাপতি সারোয়ার হুসাইন সহ বিপুল সংখ্যক শিক্ষার্থী, মুসল্লী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।