নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় হত্যা ডাকাতি ও অপহরণের একাধিক মামলার আসামি জয়নাল আবেদীন প্রকাশ জুম্মা ডাকাতকে চাঁদা আদায়ের সময় গ্রেফতার করেছে নৌবাহিনী।
শুক্রবার (২৩ আগস্ট) সন্ধায় জুম্মা ডাকাতকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে জাহাজমারা ইউনিয়নের আমতলী বাজার থেকে চাঁদা আদায়ের সময় স্থানীয় লোকজন তাকে আটক করে নৌবাহিনীর হাতে সোপর্দ করে।
জয়নাল আবেদীন প্রকাশ জুম্মা ডাকাত (৩২) হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাটাখালী গ্রামের আব্দুল মালেকের ছেলে।
হাতিয়া থানা সুত্র মতে জুম্মা ডাকাতের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অপহরণ সহ ১৯টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন থেকে মেঘনা নদীতে ডাকাতি করে আসছে। ২০১৭ সাল থেকে বিভিন্ন মামলায় এ পর্যন্ত ১০ বার জেলও খেটেছে।
জানা যায়, জুম্মা ডাকাত দীর্ঘ দিন ধরে ডাকাতির সাথে সম্পৃক্ত ছিলো। ক্ষমতার পরিবর্তনের পর এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় তার দল-বল নিয়ে এলাকায় এসে ডাকাতি এবং চাঁদাবাজী শুরু করে। গতকাল আমতলী বাজারের পাশে একটি বাড়িতে গিয়ে চাঁদা দাবি করে। পরে এলাকার মানুষ সংঘবদ্ধ হয়ে তাকে অবরুদ্ধ করে রাখে। পরে নৌবাহিনীকে খবর দিলে তাকে অস্ত্র সহ আটক করে থানায় নিয়ে আসে।
নৌবাহিনী জানায়, একজন ডাকাতকে চাঁদা আদায়ের সময় সাধারণ মানুষ আবদ্ধ করার খবর পেয়ে জাহাজমারার আমতলী থেকে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো পর্যালোচনা করে দ্রত পদক্ষেপ নেওয়া হবে। শুক্রবার সন্ধায় তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। হাতিয়াা দ্বীপের সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নৌবাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এবিষয়ে হাতিয়া থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, ডাকাত জুম্মার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এর আগেও তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে।
প্রিন্ট