মোবাইল ব্যাংকিং নগদের ম্যানেজার হিমায়েত হোসেন হিমুর বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বেলজানি গ্রামের বাড়িতে শনিবার গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নগদের এরিয়া (মধুখালি, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা) ম্যানেজার হিমায়েত হোসেন হিমু জানান, রাত আড়াইটার দিকে মুখোশধারী একদল ডাকাত বাড়ির প্লেনশিটের দরজা এবং বারান্দার গেটের হ্যাসবোল্ড ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে।
দেশীয় অস্ত্রের মুখে হিমু ও তাঁর পরিবারের লোকদের জিম্মি করে আলমারিতে থাকা নগদের চার লাখ ৭৪ হাজা ৫০০, ঘর ভাড়ার ২৭ হাজার এবং মসজিদের এসি কেনার পাঁচ হাজার টাকা নিয়ে যায়।
এ সময় ডাকাত দল হিমুকে মারধরও করে। খবর পেয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা হবে। তবে আসামি ধরতে ইতিমধ্যেই পুলিশি তৎপরতা শুরু হয়ে গেছে।
প্রিন্ট