পাবনার চাটমোহরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠণ ‘সামাজিব বন্ধন’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার (৬ জুন) বিকালে স্থানীয় ডায়মন্ড ফুড কর্নারে পালিত হয়েছে। সংগঠনের সভাপতি সালাউদ্দিন আহমেদ সাব্বিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন।
বিশেষ অতিথি ছিলেন চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি,দৈনিক ইত্তেফাক প্রতিনিধি,দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল ও চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টকুন।
সংগঠণের সহ-সম্পাদক নুরুল আমিন রঞ্জুর সঞ্চালনায় বক্তব্য দেন, চ্যানেল ২৪ এর পাবনা জেলা প্রতিনিধি শাহীন রহমান, সাংবাদিক তুষার ভট্টাচার্য,সাংবাদিক পবিত্র তালুকদার, সাংবাদিক এস এম মাসুদ রানা প্রমুখ।
সভার শুরুতে বিগত এক বছরের সংগঠনের কার্যাবলী তুলে ধরেন সংগঠনের সভাপতি সালাউদ্দিন সাব্বির। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।
প্রিন্ট