ফরিদপুর পৌরসভার সদ্য অপসারণ হওয়া মেয়র অমিতাভ বোস ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামচুল আলম চৌধুরীসহ ছয়জনের নামে চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে।
মামলার অপর আসামিরা হলেন নর্থ চ্যানেল ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, ফরিদপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হানিফ শেখ, ফরিদপুর জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা চুন্নু শেখ ও আওয়ামী যুবলীগের কর্মী দীপঙ্কর দাস।গতকাল সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ১ নম্বর আমলি আদালতের বিচারক নাসিম আহমেদ কোতোয়ালি থানাকে মামলাটি এফআই হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।
ফরিদপুর জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান এ মামলাটি দায়ের করেন। একই দিন সন্ধ্যায় ফরিদপুর জর্জ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহ আবু জাফর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহ আবু জাফর জানান, আদালত ৭২ ঘণ্টার মধ্যে কোতোয়ালি থানাকে মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
সদ্য অপসারণ হওয়া মেয়র অমিতাভ বোস ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী ফরিদপুরের আলোচিত ২ হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি।