চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ৫২০ জন অসহায় ও দু:স্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ দেয়া হয়েছে।
রবিবার (১৮ আগস্ট) দিনব্যাপি রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে তেলকুপি কলমদর আলিম মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫৯ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া।
এ সময় তিনি বলেন, বিজিবি মহাপরিচালকের ভিশন বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। সেই আস্থা ও জনসেবার মূলমন্ত্রকে সামনে রেখে সীমান্তবর্তী সাধারণ জনগণের মধ্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। বিশেষ অতিথি ছিলেন তেলকুপি বিওপির কমান্ডারসহ বিজিবির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।