বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম বলেন,ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। এটাকে এখন রক্ষা করতে হবে। সেই লক্ষ্যের দিকে এটা নিয়ে যেতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে নৈরাজ্য প্রতিরোধ করতে হবে। এই নৈরাজ্য তৈরির যে চেষ্টা চলছে, তা প্রতিহত করতে আমি বৈষম্যবিরোধীদের তৎপর হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
দীর্ঘ ১৮ বছর পর ভেড়ামারার রাজপথে ঐতিহাসিক জনসভা করেছে বিএনপি। জনসভায় হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে। পৌরসভা এবং ৬টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারন সম্পাদকের নেতৃত্বে বড় বড় মিছিল আসতে থাকে জনসভায়। বিএনপির সমাবেশ ঘিরে মুহুর্তের মধ্যেই ভেড়ামারা পরিনত হয় মিছিলের নগরিতে। দীর্ঘদিন পর রাজপথে নেমে মিছিল সমাবেশে যোগ দেওয়ায় যেন উৎস্বাসে মাতে নেতাকর্মীরা।
বিকাল সাড়ে ৩টায় ভেড়ামারা বাসষ্টান্ডে ছিল বিএনপির জনসভা। যথা সময়েই কানায় কানায় পরিপূর্ন হয়ে উঠে সমাবেশ স্থল। বাসষ্টান্ড থেকে গোডাউন মোড় অতিক্রম করে অন্যদিকে দক্ষিন রেলগেট পর্যন্ত লোকে লোকারন্য হয়ে যায়। ভেড়ামারা উপজেলা বিএনপির সভাপতি শিহাবুল ইসলামের সভাপতিত্বে জনসভায় তিনি আরো বলেন, ছাত্র-জনতার গণবিপ্লবে পতিত স্বৈরাচার দেশকে আবারও গভীর অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র করছে। এজন্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে সচেতন ও সজাগ হতে হবে। সাবেক এমপি আরো বলেন, আমরা এমন একটা আইন চাই যে আইনের মাধ্যমে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আর আন্দোলন করতে না হয়। স্বৈরচার শেখ হাসিনার পতন দেখে আমাদের শিক্ষা নিতে হবে যেন তার মত অরাজকতা আমরা না করি।
জনসভায় প্রধান বক্তা ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যা. তৌহিদুল ইসলাম আলম।বিশেষ অতিথি ছিলেন, মিরপুর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক রহমত আলী রব্বান। বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু দাউদ, নূরু ভিপি, অধ্যক্ষ আসলাম উদ্দীন, জানবার চেয়ারম্যান, আমিনুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক শামীম রেজা, সদস্য সচিব মোশাররফ হোসেন, মিরপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রহমত আলী রব্বান, মিরপুর যুবদল নেতা সুলতান আলী, বিএনপি নেতা মজিবর রহমান বাবু মন্ডল,রন্জু, সাইফুল ইসলাম রোকন, আবুল কালাম আজাদ, বিপ্লব হোসেন, এসএম রানা প্রমুখ।
প্রিন্ট