রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ১৪ দফা দাবী পূরনের জন্য কলেজের অধ্যক্ষ বরাবর স্বারকলিপি প্রদান করেছে।
শনিবার কলেজের অধ্যক্ষ কাজল রবণ বিশ্বাস শিক্ষার্থীদের স্বারকলিপি প্রাপ্তীর কথা স্বীকার করেছেন। স্বারকলিপিতে স্বাক্ষরকারী শিক্ষার্থীরা হলো মেহেদী কনক রাব্বি,রিফাত ইসলাম, সায়েম হাসান,সাঈদ খান ও ইভা আক্তার।
স্বারকলিপি প্রদানকারীরা জানান, স্বারকলিপিতে তারা শিক্ষার মান উন্নয়ন, পাঠ দানকালে বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতকরন,ব্যবহারিক যন্ত্রপাতি নিশ্চিতকরনসহ ১৪ দফা দাবী তুলে ধরেছেন। তবে স্বারকলিপি প্রদানের দিনই কলেজ অধ্যক্ষ কাজল বরণ বিশ্বাস শিক্ষার্থীদের সকল দাবী পূরনের আশ্বাস দিয়েছেন।