রাজশাহীর তানোরে সন্ত্রাসী কায়দায় জোরপূর্বক তালাবদ্ধ দোকানের তালা ভেঙ্গে ভাংচুর ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এঘটনায় তালন্দ ইউপি সদস্য (মেম্বার) আবুল হাসান বাদি হয়ে আকাশ আলীসহ ১২ জনকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র কাছে লিখিত অভিযোগ করেছেন। উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) লালপুর বাজারে এই ঘটনা ঘটেছে।
অভিযোগে বলা হয়েছে, উল্লেখিত বিবাদীগণের সঙ্গে হাসানের দীর্ঘদিন যাবত রাজনৈতিক বিরোধ বিরাজমান রয়েছে। এমনতাবস্থায় গত ৬ আগষ্ট সন্ধ্যায় পূর্বপরিকল্পিতভাবে বিবাদীগণ লালপুর বাজারে একত্রিত হয়ে ১২ নম্বর বিবাদী নাজিম উদ্দিনের হুকুমে ১ নম্বর বিবাদী আকাশ আলীর নেতৃত্বে আবুল হাসানের তালাবদ্ধ দোকানের তালা ভেঙ্গে দোকানের মধ্যে অনাধিকার প্রবেশ করে।
এসময় তারা ভাংচুর, মালামাল লুট ও দোকানের ক্যাশ ড্রয়ারে থাকা গচ্ছিত/নগদ ৪৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এছাড়াও তার দোকানের পার্শ্ববর্তী আরো দুইটি দোকানেরদরজা, বারান্দার খুঁটি ও অন্যান্য জিনিসপত্র ভাংচুর করেছেন বিবাদীগণ। এবিষয়ে জানতে চাইলে আকাশ আলী ও নাজিম উদ্দিনের অভিযোগ অস্বীকার করেছেন।#