কুষ্টিয়ার দৌলতপুরে পরিছন্নতা অভিযানে নেমেছেন বাংলাদেশ স্কাউট দৌলতপুরের শিক্ষার্থীরা। মঙ্গলবার বাংলাদেশ স্কাউট দৌলতপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ৩টি বিদ্যালয়ের কাব স্কাউট ও স্কাউট টিমের অংশ গ্রহণে দিন ব্যাপী এ পরিস্কার পরিচ্ছন্নতা শুরু হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করেন।পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারী স্কাউট সদস্যরা উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন অফিসের সামনে, সড়কের দ্পুাশ ও নিজ নিজ বিদ্যালয়ের ক্যাম্পাসের ময়লা আবর্জনা পরিস্কার করে।
এতে অংশ গ্রহণ করেন পি,এস,এস মাধ্যমিক বিদ্যালয়, মানিকদিয়াড় ও দৌলতখালী সঃপ্রঃ বিঃ কাব ও স্কাউট এর অর্ধশত শিক্ষার্থী । উপজেলা স্কাউটের সম্পাদক মোঃ মজিবর রহমান বলেন,যতদিন পর্যন্ত সাধারণ মানুষের সেবা দিতে স্কাউটের প্রয়োজন হবে ততদিন বিনাশ্রমে স্কাউটের সদস্যরা দেশ ও দশের সেবা করে যাবে।
এসময় উপস্থিত ছিলেন আল্লারদর্গা মাধ্যমিক বিঃ প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান, পি,এস,এস মাধ্যমিক বিদ্যালয়ের ইউনিট লিডার মিজানুর রহমান(উডব্যাজার) দৌলতখালী সঃপ্রঃবিঃ প্রধান শিক্ষক ইউনিট লিডার শাহরিয়ার জাহান (সিএএলটি), মানিকদিয়াড় সঃপ্রঃবিঃ ইউনিট লিডার মাসুদ হোসেন (উডব্যাজার)সহ কাব স্কাউট ও স্কাউট এর শিক্ষার্থীরা।
প্রিন্ট