ফরিদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে আল্লামা মামুনুল হকের সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখা।
এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার রাতে, সংগঠনের দায়িত্বশীলেরা খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন চার্চে পাহাড়া দেন। একই সাথে মত বিনিময় করেন উক্ত সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে।
- আরও পড়ুনঃ নতুন নেতাকর্মী যোগদান বন্ধ করলো বিএনপি
অন্যদিকে শহরের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মন্দির এবং মন্দিরে দায়িত্বরত কর্মকর্তাবৃন্দ এবং স্বর্ণপট্টিতে রাতের পাহারায় অংশগ্রহণকারী ব্যক্তিবর্গের খোঁজখবর নেয় সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া ফরিদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়, তারা সবসময় পাশে থাকার অঙ্গীকার দেন। এ সময় সংগঠনটির বিভিন্ন স্তরের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।