ফরিদপুরের নগরকান্দায় থানা পাহারা দিচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা। থানা এলাকায় পুলিশ সদস্যরা না থাকায় এই সম্পত্তি রক্ষার্থে বৈষম্য বিরোধী ছাত্ররা এ উদ্যোগ নেয় বলে জানাগেছে। এছাড়াও সরকারি অফিস স্কুল কলেজ ও উপজেলার হিন্দু সম্প্রদায় বিভিন্ন মন্দিরগুলোতে ছাত্ররা রাত জেগে পাহারা দিচ্ছে। তাছাড়াও বিভিন্ন অফিস, থানা ভবন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সড়কে পরিষ্কার পরিচ্ছন্ন করতে ছাত্রদের দেখা গেছে।
অপরদিকে উপজেলা বিএনপি নেতৃবৃন্দরা হিন্দু সম্প্রদায়রে বাড়িতে বিভিন্ন মন্দিরের উপস্থিত হচ্ছেন। তাদের নিয়ে বৈঠক করছেন। তাদের খোঁজখবর দিচ্ছেন এবং সংখ্যালঘুদের সাহস যোগাচ্ছেন। নগরকান্দা ইন্ডিয়া কালী মন্দির সভাপতি কালিপদ দাস বলেন, আমরা ভালো আছি, নিরাপদে আছি। আমরা এই উপজেলার হিন্দু মুসলিম সবাই একসঙ্গে চলাফেরা করি। সংখ্যালঘু ও তাদের ধর্মীয় উপাসালয় সুরক্ষা রাখতে যা যা করণীয় সবকিছু করার আশ্বাস দিচ্ছেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির বলেন, কবে নাগাদ থানা পুলিশ সদস্যরা থানায় ফিরে আসতে পারে বা আসবে এব্যাপারে কোন নির্দেশনা এখনও পাওয়া যায়নি।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান মুঠো ফোনে বলেন, আমরা যেকোনো মুহূর্তে থানায় ফিরে আসবো।
প্রিন্ট