ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ফরিদপুরে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১৫

ফরিদপুরে পূর্ব ঘোষিত ছাত্র আন্দোলনের বিক্ষোভকারিদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বেলা সাড়ে ১১ টা থেকে পৌনে বারোটা পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয় শহরের ভাঙ্গা রাস্তার মোড়।
 এসময় সাংবাদিক, পুলিশ ও আন্দোলনকারি সহ প্রায় ১৫ জন আহত হয়েছে।
এর আগে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে বিক্ষোভের ডাক দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিন সকাল থেকেই ওই এলাকায় আওয়ামী লীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা সেখানে লাঠিশোটা নিয়ে অবস্থান নেয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অবস্থান নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১১টার সময় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জড়ো হয় । এ সময় সেখানে আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করে। পরে সেখান থেকে একটি বিক্ষোভমিছিল বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে যাওয়া চেষ্টা করে। এসময় গোয়ালচামট মডেল মসজিদের সামনে ভাঙ্গা রাস্তার মোড়ে পুলিশ তাদের বাধা দেয়।
এ সময়  পুলিশ প্রথমে আন্দোলনকারীদের থামানোর চেষ্টা করেন। এরপরই সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, টিয়ারশেল মারতে শুরু করে। বিক্ষোভকারীরাও পাল্টা ইটপাটকেল মারতে শুরু করে। এ সময় পুলিশের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরাও ইটপাটকেল মারতে শুরু করে। এসময় বিক্ষোভকারিরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া শুরু করলে পুলিশও পাল্টা টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারিরা পিছু হঠে যায়।
আন্দোলনকারীরা বলছেন, তারা নিরস্ত্র ছিলেন। স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল সহকারে সামনে এগোনোর সময় প্রথমে আওয়ামী লীগের লোকেরা হামলা করে। এসময় তারা রাস্তার পাশে ইট-খোয়া দিয়ে তাদের প্রতিরোধ করেন। এসময় তারা পালিয়ে গেলে ভাঙ্গা রাস্তার মোড় হতে পুলিশ তাদের দিকে প্রথমে টিয়ারগ্যাস এবং পরে রাবার বুলেট ছুঁড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের বিস্তারিত জানা যায়নি। তবে এতে রনি নামে একজনের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে আহত আন্দোলনকারী আহাদুজ্জামান রনি বলেন, শান্তিপূর্ণ মিছিলটি ভাঙা রাস্তার মোড়ে অবস্থান করতে চাইলে, পুলিশ ও ছাত্রলীগ আমাদের উপরে গুলি বর্ষন এবং ইটপাটকে নিক্ষেপ করে, এতে আমরা অনেকেই আহত হই। তিনি বলেন, এখন পর্যন্ত ১০জন আহত হবার খবর পাওয়া গেছে।
এদিকে এ সংঘর্ষে আহত হয়েছেন সঞ্জয় বৈরাগী নামে এক নার্সিং শিক্ষার্থী। বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরে ১৮টি রাবার বুলেটের আঘাত রয়েছে বলে কর্তব্যরত সিনিয়র নার্স আফসানা আফরোজ জানিয়েছেন।
আহত এই শিক্ষার্থী বলেন, আমি বিক্ষোভে গিয়েছিলাম। মিছিলটি ভাঙ্গা রাস্তার মোড়ের দিকে গেলে পুলিশের পাশ থেকে আওয়ামী লীগের লোকজন ইটপাটকেল মারতে শুরু করে। এরপরই পুলিশ মুহুর্মুহু গুলি ছুড়তে শুরু করে। আমার শরীরে ১৮টি রাবার বুলেটের আঘাত রয়েছে।
এদিকে, সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে আজকের পত্রিকা প্রতিনিধি শ্রাবণ হাসান, দৈনিক ফতেহাবাদের জাকির হোসেন ও ঢাকা পোস্টের প্রতিনিধি জহির উদ্দিন আহত হন।
এ সংবাদ লেখা পর্যন্ত  পুলিশে টহল অব্যাহত রয়েছে। তবে রাস্তা ফাঁকা থাকায় যানবাহন ‌ চলাচল অনেকটাই কমে গেছে। তাছাড়া খুব একটা লোকজনকে রাস্তায় দেখা যাচ্ছে না।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফরিদপুরে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১৫

আপডেট টাইম : ০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরে পূর্ব ঘোষিত ছাত্র আন্দোলনের বিক্ষোভকারিদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বেলা সাড়ে ১১ টা থেকে পৌনে বারোটা পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয় শহরের ভাঙ্গা রাস্তার মোড়।
 এসময় সাংবাদিক, পুলিশ ও আন্দোলনকারি সহ প্রায় ১৫ জন আহত হয়েছে।
এর আগে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে বিক্ষোভের ডাক দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিন সকাল থেকেই ওই এলাকায় আওয়ামী লীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা সেখানে লাঠিশোটা নিয়ে অবস্থান নেয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অবস্থান নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১১টার সময় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জড়ো হয় । এ সময় সেখানে আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করে। পরে সেখান থেকে একটি বিক্ষোভমিছিল বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে যাওয়া চেষ্টা করে। এসময় গোয়ালচামট মডেল মসজিদের সামনে ভাঙ্গা রাস্তার মোড়ে পুলিশ তাদের বাধা দেয়।
এ সময়  পুলিশ প্রথমে আন্দোলনকারীদের থামানোর চেষ্টা করেন। এরপরই সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, টিয়ারশেল মারতে শুরু করে। বিক্ষোভকারীরাও পাল্টা ইটপাটকেল মারতে শুরু করে। এ সময় পুলিশের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরাও ইটপাটকেল মারতে শুরু করে। এসময় বিক্ষোভকারিরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া শুরু করলে পুলিশও পাল্টা টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারিরা পিছু হঠে যায়।
আন্দোলনকারীরা বলছেন, তারা নিরস্ত্র ছিলেন। স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল সহকারে সামনে এগোনোর সময় প্রথমে আওয়ামী লীগের লোকেরা হামলা করে। এসময় তারা রাস্তার পাশে ইট-খোয়া দিয়ে তাদের প্রতিরোধ করেন। এসময় তারা পালিয়ে গেলে ভাঙ্গা রাস্তার মোড় হতে পুলিশ তাদের দিকে প্রথমে টিয়ারগ্যাস এবং পরে রাবার বুলেট ছুঁড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের বিস্তারিত জানা যায়নি। তবে এতে রনি নামে একজনের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে আহত আন্দোলনকারী আহাদুজ্জামান রনি বলেন, শান্তিপূর্ণ মিছিলটি ভাঙা রাস্তার মোড়ে অবস্থান করতে চাইলে, পুলিশ ও ছাত্রলীগ আমাদের উপরে গুলি বর্ষন এবং ইটপাটকে নিক্ষেপ করে, এতে আমরা অনেকেই আহত হই। তিনি বলেন, এখন পর্যন্ত ১০জন আহত হবার খবর পাওয়া গেছে।
এদিকে এ সংঘর্ষে আহত হয়েছেন সঞ্জয় বৈরাগী নামে এক নার্সিং শিক্ষার্থী। বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরে ১৮টি রাবার বুলেটের আঘাত রয়েছে বলে কর্তব্যরত সিনিয়র নার্স আফসানা আফরোজ জানিয়েছেন।
আহত এই শিক্ষার্থী বলেন, আমি বিক্ষোভে গিয়েছিলাম। মিছিলটি ভাঙ্গা রাস্তার মোড়ের দিকে গেলে পুলিশের পাশ থেকে আওয়ামী লীগের লোকজন ইটপাটকেল মারতে শুরু করে। এরপরই পুলিশ মুহুর্মুহু গুলি ছুড়তে শুরু করে। আমার শরীরে ১৮টি রাবার বুলেটের আঘাত রয়েছে।
এদিকে, সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে আজকের পত্রিকা প্রতিনিধি শ্রাবণ হাসান, দৈনিক ফতেহাবাদের জাকির হোসেন ও ঢাকা পোস্টের প্রতিনিধি জহির উদ্দিন আহত হন।
এ সংবাদ লেখা পর্যন্ত  পুলিশে টহল অব্যাহত রয়েছে। তবে রাস্তা ফাঁকা থাকায় যানবাহন ‌ চলাচল অনেকটাই কমে গেছে। তাছাড়া খুব একটা লোকজনকে রাস্তায় দেখা যাচ্ছে না।

প্রিন্ট