সেবাই ধর্ম। সু-স্বাস্থ্যই সকল সুখের মুল। এই শ্লোগান নিয়ে নিয়মিত ফ্রী চিকিৎসা সেবা দিয়ে চলেছে কুষ্টিয়ার ভেড়ামারা স্বাস্থ্য সেবা ফাউন্ডেশন নামের একটি সংগঠন।
৩ আগষ্ট শনিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী বিনামূলে চিকিৎসাসেবা ক্যাম্পিং শুরু করেন ভেড়ামারা উপজেলার স্বাস্থ্য সেবা ফাউন্ডেশনের পরিচালক ডাঃ মোঃ সাজেদুর রহমান সাজু। তিনি র্দীঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম চালিযে আসছে।
ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়াড় সমিতি মোড়ে বঙ্গবন্ধু চত্বর প্রাঙ্গনে চিকিৎসা সেবা ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। এই চিকিৎসা সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল। এই সময় উপস্থিত ছিলেন,আওয়ামীলীগ নেতা মাসুদ,সাবলু ,সোহানুর রহমান প্রমূখ।
সমাজে পিছিয়ে পড়া হতদরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে চলেছেন ভেড়ামারা স্বাস্থ্য সেবা ফাউন্ডেশন নামের এই সংগঠন। অত্র এলাকার প্রায় পাঁচ শতাধিক বিভিন্ন রোগে আক্রান্ত নারী পুরুষ কে বিনা মূল্যে চিকিৎসা সেবা নিতে দেখা যায়।
মাঠ পর্যায়ে বিনামূল্যে ইসিজি,ডায়াবেটিস ও রক্তের গ্রুপ বিনামুল্যে করতে দেখা যায়। বিভিন্ন শ্রেণি-পেশা জীবি নানা রোগের হতদরিদ্র মানুষ এই চিকিৎসা সেবা পেয়ে খুবই খুঁশি সাধারণ গরীব খেটে খাওয়া দিন মজুর মানুষ।