ফরিদপুরের সদরপুরে কোটা বাতিলের নামে বঙ্গবন্ধু, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কটূক্তি করার কারণে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সদরপুরের বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম কমিটি । কটূক্তিকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৭ দফা দাবি জানিয়ে প্রশাসনের কাছে স্মারক লিপি প্রদান করেছেন তারা। মঙ্গলবার (১৬ জুলাই) সদরপুর উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চাকুরীতে কোটা বহাল রাখার পক্ষ নিয়ে মানব বন্ধনে বক্তব্য প্রদান করেন সদরপুর মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. এ গফফার চৌধুরী, সদরপুর উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু আলম রেজা, বীর মুক্তিযোদ্ধা ডা. মহিউদ্দিন আহমেদ সহ অনেকে।
বক্তারা স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিভিন্ন শ্লোগানের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করেন। সমাবেশে সদরপুরের বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট