রাতে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে রাসেল ভাইপারের কামড়ে আহত মিঠু বেপারী (৩২) হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে সুস্থ আছেন তিনি। আহত মিঠু বেপারী উপজেলার ঢেউখালি ইউনিয়নের চরবলাশিয়া গ্রামের মজিবুর বেপারীর পুত্র।
মিঠু বেপারী জানান, গত ১৪ জুলাই রবিবার রাতে তিনি গুলতি জাল নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যায়। পরে জাল টানার সময়ে মিঠু কে রাসেল ভাইপারে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে( কেনি আঙ্গুল) কামড় দেয়। তখন মিঠুর সাথে থাকা লোকজন তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সাথে কামড় দেওয়া রাসেল ভাইপার সাপটি জ্যান্ত ধরে হাসপাতালে নিয়ে আসেন।
- আরও পড়ুনঃ চাকরিতে রাজাকারের উত্তরসূরীদের অযোগ্য ঘোষণাসহ ৩ দফা দাবিতে মানববন্ধন করেছে প্রজন্ম’৭১ কুষ্টিয়া
হাসপাতেলে কর্তব্যরত চিকিৎসক রোগীকে সাথে সাথে এন্টি ভেনম ইনজেকশন দেন। বর্তমানে তিনি ৬ নং পুরুষ বেড-এ চিকিৎসাধীন আছেন। এবং সম্পূর্ণ সুস্থ আছেন। চিকিৎসকরা বলছেন ভয়ের কোন কারন নেই। মিঠু বেপারী পুরোপুরি সুস্থ আছেন।
প্রিন্ট