ঢাকা , বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আলমডাঙ্গার কানাইনগর-শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার ৩৫ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া Logo কুষ্টিয়ায় জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি করায় সেই পুলিশ সদস্য ক্লোজড Logo যশোরে নির্মাণাধীন ভবনের ব্যালকনি ভেঙে প্রকৌশলীসহ নিহত ৩ Logo শিবপুরে কাবিখা ও টিআর প্রকল্পের ৫২ লাখ টাকাসহ দুই কর্মকর্তা গোয়েন্দার জালে আটক Logo বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি’র জরুরি কর্মীসভা অনুষ্টিত Logo সিংড়ায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি Logo জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল Logo কাফনের কাপড় পরে কুষ্টিয়ায় জেলা বিএনপির কার্যালয় ঘেরাও Logo তানোরে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু Logo তানোরে ফসলি জমি জবরদখল চেষ্টার অভিযোগ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা।

শুক্রবার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে বটতলা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটের সামনে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে অবস্থান নেয়। এ সময় ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

এছাড়াও ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, বিচার চাই’ ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘কোটা পদ্ধতি নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’ ইত্যাদি স্লোগান দেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের এ আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে এবং সাম্যের পক্ষে লড়াই। যৌক্তিক দাবির আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হয়েছে। মনে রাখবেন শিক্ষার্থীরা গুলি খাইতে খাইতে সেদিনের আন্দোলন মুক্তিযুদ্ধ পর্যন্ত গড়িয়েছিল। গুলি চালিয়ে শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করা যাবে না। বরং আন্দোলনে জনসমুদ্র তৈরি হবে।

বৈষম্যবিরোধী আন্দোলনের ইবির সমন্বয়ক সুইট বলেন, ছুটির দিনে জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা মহাসড়ক অবরোধ না করে ক্যাম্পাসের ভেতরে কর্মসূচি রেখেছি। আগামী রোববার থেকে আমরা আবারও বাংলা ব্লকেডের অংশ হিসেবে মহাসড়ক অবরোধ করব।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলমডাঙ্গার কানাইনগর-শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার ৩৫ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া

error: Content is protected !!

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

আপডেট টাইম : ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা।

শুক্রবার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে বটতলা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটের সামনে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে অবস্থান নেয়। এ সময় ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

এছাড়াও ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, বিচার চাই’ ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘কোটা পদ্ধতি নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’ ইত্যাদি স্লোগান দেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের এ আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে এবং সাম্যের পক্ষে লড়াই। যৌক্তিক দাবির আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হয়েছে। মনে রাখবেন শিক্ষার্থীরা গুলি খাইতে খাইতে সেদিনের আন্দোলন মুক্তিযুদ্ধ পর্যন্ত গড়িয়েছিল। গুলি চালিয়ে শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করা যাবে না। বরং আন্দোলনে জনসমুদ্র তৈরি হবে।

বৈষম্যবিরোধী আন্দোলনের ইবির সমন্বয়ক সুইট বলেন, ছুটির দিনে জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা মহাসড়ক অবরোধ না করে ক্যাম্পাসের ভেতরে কর্মসূচি রেখেছি। আগামী রোববার থেকে আমরা আবারও বাংলা ব্লকেডের অংশ হিসেবে মহাসড়ক অবরোধ করব।


প্রিন্ট