ফরিদপুরের আলফাডাঙ্গায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের দিগনগর এলাকায় মধুমতি নদী থেকে তিন হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
তবে এ সময় সেখানে কোনো মৎস্য শিকারীকে পাওয়া যাইনি। জব্দ করা জাল উপজেলার বেড়িবাঁধ এলাকায় এনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জব্দ করা জাল পুড়িয়ে দেওয়া হয়। যাহার বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমীন ইয়াসমীন।
উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা লুৎফর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দিগনগর এলাকায় মধুমতি নদীর পাড়ে অভিযান চালিয়ে তিন হাজার মিটার চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। যাহার বাজার মূল্যে পাঁচ লাখ টাকা।
- আরও পড়ুনঃ কুষ্টিয়ায় কবরস্থান থেকে কঙ্কাল চুরি !
অভিযান অব্যহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমীন ইয়াসমীন।
প্রিন্ট