মঙ্গলবার সকাল থেকে রাজবাড়ীর কালুখালী উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন জেলা প্রশাসক আবু কায়সার খাঁন। পরিদর্শন শেষে তিনি কর্মকর্তাদের আরো দায়িত্বশীল হয়ে কাজ করার পরামর্শ দেন।
সকাল ১০-০০ টায় জেলা প্রশাসক আবু কায়সার খাঁন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের সামনে এলো উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ তাকে ফুলেল শুভেচছা জানান। এসময় সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন্নাহার,কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, সমবায় কর্মকর্তা আ : জব্বার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক আবু কায়সার খাঁন উপজেলা প্রশাসনের বিভিন্ন কাজের খোঁজ নেন।
পরে তিনি কালুখালী থানা পরিদর্শন করেন। কালুখালী থানা পরিদর্শনে গেলে কালুখালী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসাইন তাকে ফুল দিয়ে শুভেচছা জানান।
থানা পরিদর্শন শেষে জেলা প্রশাসক আবু কায়সার খাঁন মৃগী ও কালিকাপুর ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস পরিদর্শন করেন। কালিকাপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে গেলে ইউনিয়ন পরিষদের সদস্য বিল্লাল মন্ডল তাকে ফুল দিয়ে শুভেচছা জানান।
- আরও পড়ুনঃ কুষ্টিয়ায় কবরস্থান থেকে কঙ্কাল চুরি !
দিনব্যাপী বিভিন্ন দপ্তর পরিদর্শন শেষে বিকেলে জেলা প্রশাসক আবু কায়সার খাঁন কালুখালী উপজেলা চত্ত্বরে গাছের চারা রোপন করে কালুখালী উপজেলায় বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন।
প্রিন্ট