কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চত্বরে খরিপ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফসি রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ জুলাই বুধবার সকাল ১১টার সময় ভেড়ামারা উপেজলা চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু হেনা মােস্তফা কামাল মুকুল।
বিশেষ অতিথি ছিলেন,ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন। সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা। মোকারিমপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বক্তব্য রাখেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বুলবলু হাসান পিপুল।
অনুষ্ঠান শেষে ভেড়ামারা উপজেলার পৌরসভাসহ ৬ টি ইউনিয়নে মোট ৬শ’৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
প্রিন্ট