শনিবার (২৯ জুন) বিকালে দিকে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের দমার চরে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
মৃত সেকান্তর হোসেন (৬৫) উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মরহুম ছেরাজুল হকের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সেকান্তর হোসেন শনিবার দুপুরে নিঝুমদ্বীপ ইউনিয়নের দমার চরে যাওয়ার উদ্দেশে বের হয়। দমারচর ও নিঝুমদ্বীপের মধ্যবর্তী চ্যানেলে পানি কম থাকায় হেটে পার হতে যাচ্ছিল। এমতাবস্থায় হঠাৎ জোয়ারের তীব্র স্রোতের কবলে পড়ে সে ভেসে যায়। অদূরবর্তী জায়গা থাকা লোকজন ঘটনাটা দেখে তাকে উদ্ধার করা জন্য প্রাণপণ চেষ্টা চালায়। কিন্তু প্রবল বাতাস ও স্রোতের কারণে নিমিষে চোখের বাইরে চলে যায়। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির করে দুপুরের দিকে দমার চরের কাছে নদী থেকে তার লাশ উদ্ধার করে।
নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিনাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন স্রোতের নিচে চাপা পড়ে সেকান্তর নামে এক বৃদ্ধ নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার ঘণ্টাখানেকের মধ্যে স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করে। বৃদ্ধের লাশ দাফনের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য যে, দমারচর আর নিঝুমদ্বীপের মাঝখানে ছোট্ট একটি নদী, যা ভাটার সময় পায়ে হেটে পার হওয়া যায়। জোয়ার আসলেই বিপদে পড়েন পায়ে হেটে আসা পথচারীরা।
প্রিন্ট