ঢাকা , শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তানোরে গ্রামীণ ব্যাংকের গাছ বাণিজ্য Logo চরভদ্রাসনে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় কৃষকদের মাঝে গামবুট ও ছাতা বিতরন Logo বৃষ্টি হলে আকাশের দিকে তাকিয়ে থাকে অসহায় পরিবারটি Logo ফরিদপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ‌দুই ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা Logo কুষ্টিয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড Logo আলফাডাঙ্গায় ইউপি চেয়ারম্যান পদে উপ নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়ন জমা Logo কালুখালীর গুনি শিক্ষক আফসার উদ্দীন আর নেই Logo আমতলীতে ফেইসবুকে স্টাটাস দিয়ে চায়ের দোকানদারের আত্মহত্যা Logo টানা চতুর্থ দিনের মতো চলছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি Logo কুষ্টিয়া দৌলতপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

তানোরে শেড ফাউন্ডেশনের পরিচালক রাজুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

রাজশাহীর তানোরে শেড ফাউন্ডেশনের পরিচালক রাজু আহম্মেদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায়  গত ১৩ জুন বৃহস্পতিবার পিকে এম মোজাহার উল ইসলাম লিটন বাদি হয়ে রাজু আহম্মেদকে বিবাদী করে রাজশাহী বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগীদের অভিযোগ, রাজু আহম্মেদ বিভিন্ন কৌশলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে গা-ঢাকা দিয়েছেন।
জানা গেছে, তানোর উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) অমৃতপুর বকরিডাঙা হঠাৎপাড়া গ্রামের মৃত বজলার রহমানের পুত্র রাজু আহম্মেদ (৪৫)। তিনি শেড ফাউন্ডেশন রাজশাহীর  স্বাস্থ্য সুরক্ষা পরিসেবা প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত আছেন।
এদিকে রাজু আহম্মেদের বিরুদ্ধে লিটনের করা লিখিত অভিযোগে বলা হয়েছে-আসামী  রাজু আহমেদ (৪৫), মোবাইলঃ ০১৮৪১-৭৫৪৯৬৮, ০১৩০৫১-৩৯৩২৪, পিতাঃ মৃত বজলার রহমান, মাতাঃ লায়নী বেগম, গ্রামঃ অমৃতপুর (বরকিভাঙ্গা হঠাৎপাড়া), ডাকঘর, চন্দনকোঠা, বানা, তানোর, জেলা, রাজশাহী। তিনি স্বাস্থ্য সুরক্ষা পরিসেবা প্রকল্পের পরিচালক হিসেবে কর্মরত আছেন। রাজু আহম্মেদ তাকে ০১/১০/২০২৩ ইং তারিখে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে মাসিক ৬০,০০০/- (ষাট হাজার) টাকা বেতন ধার্য্য করে নিয়োগ প্রদান করেন। নিয়োগপত্রে বেতন উল্লেখ আছে। নিয়োগ হওয়ার দুই মাস পরে গত ২৮/১১/২০২৩ ইং তারিখে তাকে সহকারী প্রকল্প পরিচালক ও প্রশাসন হিসেবে মাসিক ৮০,০০০/- (আশি হাজার) টাকা বেতন ধার্য্য করে নিয়োগ প্রদান করেন (নতুন নিয়োগপত্রে উল্লেখ আছে)। তার ০৮ (আট) মাসে সর্বমোট বেতন ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা যাহা আজ পর্যন্ত তাকে দেওয়া হয়নি। বেতন চাইলে রাজু তাল বাহানা করিতে থাকে। তার প্রেক্ষিতে গত ০১/০৬/২০২৪ ইং তারিখে ১৮৪ নং স্ময়কে রাজু আহম্মেদকে চিঠি দেওয়া হয়েছে (চিঠি সংযুক্ত)। পরিচালক রাজু আহম্মেদ চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক অফিস হইতে ১,২৩,০০০/- (এক লাখ তেইশ হাজার) টাকা লইয়াছেন যাহা লিখিত আছে। রাজশাহী প্রকল্প অফিস হইতে ৪৮,০০০/- টাকা, উপ-প্রকল্প পরিচালক মামুনুল হাসান চপলের কাছ থেকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, রাজশাহী জেলা সমন্বয়কারী ওবাইদুল হকের কাছ থেকে ৪৫,০০০/- টাকা এবং তানোর থানা অফিস হইতে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা, তানোর অফিস কর্মকর্তা/কর্মচারী ০৩ (তিন) জন ১। মিনা খাতুন- ১,০০,০০০/- (এক লাখ টাকা), ২।  আরিফুল হক- ১,০০,০০০/- (এক লাখ টাকা), ৩। অন্য একজন- ১,০০,০০০/- (এক লাখ টাকা) হাতিয়ে নিয়েছে যাহা ৩০০/- টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে রাজু আহমেদ এর স্বাক্ষর রহিয়াছে। সর্বমোট প্রকল্পের ৬,৫৯,০০০/- (ছয় লাখ ঊনষাট হাজার) টাকা ব্যক্তিগত ও সাংসারিক কাজে খরচ করিয়া প্রকল্পের টাকা আত্মসাৎ করিয়াছেন। এই মর্মে  রাজুকে গত ৩০/০৫/২০২৪ ইং তারিখে ০৩ (তিন) দিনের সময় দিয়ে ১৮২ নং স্বারকে একটি চিঠি প্রদান করা হয়। যে ০৩ (তিন) দিনের মধ্যে অফিস (প্রশাসন) এ টাকা জমা না দিলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। তিনি ০৩ (তিন) মাস যাবৎ অফিসে আসেন নাই। ফোনে যোগাযোগ করা হলে আজ, কাল, পরশু আসব বলে তাল বাহানা করেন। গত ১২/০৬/২০২৪ ইং তারিখে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান যে, অফিসে আসবেন না এবং টাকার কথা বললে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেন।
এদিকে রাজুর প্রতারণায় কষ্টের জমানো টাকা হারিয়ে ভুক্তভোগীরা চরম বিপাকে পড়ে মানবেতর জীবনযাপন করছে। তারা রাজুর দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার (দারোগা) এস আই ছয়ফল বলেন, রাজু আহম্মেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ হয়েছে, অভিযোগের তদন্ত চলমান রয়েছে।
এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তানোর শেড ফাউন্ডেশন পরিচালক রাজু আহম্মেদের মুঠোফোন (০১৮৪১-৭৫৪৯৬৮) বন্ধ থাকায় তার কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরে গ্রামীণ ব্যাংকের গাছ বাণিজ্য

error: Content is protected !!

তানোরে শেড ফাউন্ডেশনের পরিচালক রাজুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

আপডেট টাইম : ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
রাজশাহীর তানোরে শেড ফাউন্ডেশনের পরিচালক রাজু আহম্মেদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায়  গত ১৩ জুন বৃহস্পতিবার পিকে এম মোজাহার উল ইসলাম লিটন বাদি হয়ে রাজু আহম্মেদকে বিবাদী করে রাজশাহী বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগীদের অভিযোগ, রাজু আহম্মেদ বিভিন্ন কৌশলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে গা-ঢাকা দিয়েছেন।
জানা গেছে, তানোর উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) অমৃতপুর বকরিডাঙা হঠাৎপাড়া গ্রামের মৃত বজলার রহমানের পুত্র রাজু আহম্মেদ (৪৫)। তিনি শেড ফাউন্ডেশন রাজশাহীর  স্বাস্থ্য সুরক্ষা পরিসেবা প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত আছেন।
এদিকে রাজু আহম্মেদের বিরুদ্ধে লিটনের করা লিখিত অভিযোগে বলা হয়েছে-আসামী  রাজু আহমেদ (৪৫), মোবাইলঃ ০১৮৪১-৭৫৪৯৬৮, ০১৩০৫১-৩৯৩২৪, পিতাঃ মৃত বজলার রহমান, মাতাঃ লায়নী বেগম, গ্রামঃ অমৃতপুর (বরকিভাঙ্গা হঠাৎপাড়া), ডাকঘর, চন্দনকোঠা, বানা, তানোর, জেলা, রাজশাহী। তিনি স্বাস্থ্য সুরক্ষা পরিসেবা প্রকল্পের পরিচালক হিসেবে কর্মরত আছেন। রাজু আহম্মেদ তাকে ০১/১০/২০২৩ ইং তারিখে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে মাসিক ৬০,০০০/- (ষাট হাজার) টাকা বেতন ধার্য্য করে নিয়োগ প্রদান করেন। নিয়োগপত্রে বেতন উল্লেখ আছে। নিয়োগ হওয়ার দুই মাস পরে গত ২৮/১১/২০২৩ ইং তারিখে তাকে সহকারী প্রকল্প পরিচালক ও প্রশাসন হিসেবে মাসিক ৮০,০০০/- (আশি হাজার) টাকা বেতন ধার্য্য করে নিয়োগ প্রদান করেন (নতুন নিয়োগপত্রে উল্লেখ আছে)। তার ০৮ (আট) মাসে সর্বমোট বেতন ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা যাহা আজ পর্যন্ত তাকে দেওয়া হয়নি। বেতন চাইলে রাজু তাল বাহানা করিতে থাকে। তার প্রেক্ষিতে গত ০১/০৬/২০২৪ ইং তারিখে ১৮৪ নং স্ময়কে রাজু আহম্মেদকে চিঠি দেওয়া হয়েছে (চিঠি সংযুক্ত)। পরিচালক রাজু আহম্মেদ চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক অফিস হইতে ১,২৩,০০০/- (এক লাখ তেইশ হাজার) টাকা লইয়াছেন যাহা লিখিত আছে। রাজশাহী প্রকল্প অফিস হইতে ৪৮,০০০/- টাকা, উপ-প্রকল্প পরিচালক মামুনুল হাসান চপলের কাছ থেকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, রাজশাহী জেলা সমন্বয়কারী ওবাইদুল হকের কাছ থেকে ৪৫,০০০/- টাকা এবং তানোর থানা অফিস হইতে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা, তানোর অফিস কর্মকর্তা/কর্মচারী ০৩ (তিন) জন ১। মিনা খাতুন- ১,০০,০০০/- (এক লাখ টাকা), ২।  আরিফুল হক- ১,০০,০০০/- (এক লাখ টাকা), ৩। অন্য একজন- ১,০০,০০০/- (এক লাখ টাকা) হাতিয়ে নিয়েছে যাহা ৩০০/- টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে রাজু আহমেদ এর স্বাক্ষর রহিয়াছে। সর্বমোট প্রকল্পের ৬,৫৯,০০০/- (ছয় লাখ ঊনষাট হাজার) টাকা ব্যক্তিগত ও সাংসারিক কাজে খরচ করিয়া প্রকল্পের টাকা আত্মসাৎ করিয়াছেন। এই মর্মে  রাজুকে গত ৩০/০৫/২০২৪ ইং তারিখে ০৩ (তিন) দিনের সময় দিয়ে ১৮২ নং স্বারকে একটি চিঠি প্রদান করা হয়। যে ০৩ (তিন) দিনের মধ্যে অফিস (প্রশাসন) এ টাকা জমা না দিলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। তিনি ০৩ (তিন) মাস যাবৎ অফিসে আসেন নাই। ফোনে যোগাযোগ করা হলে আজ, কাল, পরশু আসব বলে তাল বাহানা করেন। গত ১২/০৬/২০২৪ ইং তারিখে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান যে, অফিসে আসবেন না এবং টাকার কথা বললে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেন।
এদিকে রাজুর প্রতারণায় কষ্টের জমানো টাকা হারিয়ে ভুক্তভোগীরা চরম বিপাকে পড়ে মানবেতর জীবনযাপন করছে। তারা রাজুর দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার (দারোগা) এস আই ছয়ফল বলেন, রাজু আহম্মেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ হয়েছে, অভিযোগের তদন্ত চলমান রয়েছে।
এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তানোর শেড ফাউন্ডেশন পরিচালক রাজু আহম্মেদের মুঠোফোন (০১৮৪১-৭৫৪৯৬৮) বন্ধ থাকায় তার কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।