ফরিদপুর জেলা কৃষক লীগের রোপনকৃত বৃক্ষ বাগান পরিদর্শনে দলটির নেতৃবৃন্দ। সোমবার বিকালে শহরতলীর করিমপুরে ৫২ শতাংশ জমিতে রোপনকৃত পেয়ারা ও কদবেলসহ ফলের বাগান ঘুরে দেখেন কৃষকলীগ নেতারা।
২০২০ সালের ফরিদপুর কৃষক লীগের উদ্যোগে কৃষক লীগ নেতা ও জেলা পরিষদের সদস্য শেখ আকতার হোসেনের জমিতে এই ফলজ ও ফুলের বাগান করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবুল কাশেম, অ্যাড. প্রদীপ কুমার দাশ লক্ষণ, বীর মুক্তিযোদ্ধা জালাল আহমেদ, আনন্দ কুমার সাহা, মোতালেব মুন্সী, অধ্যাপক মুজিবুর রহমান মুজিবসহ স্হানীয় আওয়ামী লীগ, যুব লীগ শ্রমিক লীগের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের কর্মীবৃন্দ।
কৃষকলীগের সাধারন সম্পাদক অ্যাড. প্রদীপ কুমার দাশ লক্ষণ বলেন, ২০২০ সালে মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশে আমরা জেলার নয় উপজেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ফুলের গাছ রোপন করি।
চলতি মৌসুমে রোপনকৃত ফলজ গাছে ফল ধরেছে। আমরা কৃষক লীগের রোপনকৃত বড় এই বাগানের খোজ খবর নিতে এসেছি।
প্রিন্ট