ফরিদপুরে রামকৃষ্ণ মিশন আশ্রমের তিন দিনের শতবর্ষ পূর্তি উৎসব বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।
শহরের চরকমলাপুরে অবস্থিত আশ্রম চত্বরে বৃহস্পতিবার সকালে মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সুবরানন্দ মহারাজ স্বামী বিবেকানন্দের ভাস্কর্য উন্মোচন করবেন।
পরে শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এমপি।
এ অনুষ্ঠানে অতিথি থাকবেন সংরক্ষিত মহিলা আসনের এমপি ঝর্ণা হাসান, জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস প্রমুখ।পরে সম্প্রীতি যাত্রা অনুষ্ঠিত হবে।
বিকেলে “শ্রীমা সারদাদেবী ও রামকৃষ্ণ সংঘ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ( এ.কে. আজাদ)।
অন্যদের মধ্যে অতিথি থাকবেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সহসভাপতি ডা. মির্জা নাহিদা হোসেন বন্যা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ প্রমুখ।
দ্বিতীয় দিন সকালে ” স্বামী বিবেকানন্দ ও আজকের যুবসমাজ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। অন্যদের মধ্যে অতিথি থাকবেন ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য প্রমুখ।
বিকেলে ” যুব সমাজের দেশ ও জাাতর প্রতি দায়িত্ব ও কর্তব্য” শীর্ষক সভায় প্রধান অতিথি থাকবেন সাবেক বিচারপতি সৌমেন্দ্র সরকার।
শেষদিনে ” স্মৃতির আলোয় রামকৃষ্ণ মিশন” সভায় প্রধান অতিথি থাকবেন সাবেক প্রধান উপদেষ্টার জ্বালানী বিষয়ক বিশেষ সহকারি ও বুয়েটের সাবেক অধ্যাপক ম.তামিম।
তিনদিনের অনুষ্ঠানে প্রতিদিনই সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, নৃত্যনাট্য, ভক্তিগীতি , পদাবলী, কীর্তন,বৈদিক মন্ত্র পাঠ,রামকৃষ্ণ লীলগীতি , শ্রীশ্রী ঠাকুরের পূজা ও নাটকসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে দেশ ও ভারতের বিভিন্ন মিশন আশ্রম ও মঠের অধ্যক্ষসহ সাধুরা অংশ নেবেন বলে জানানো হয়েছে।
এ উৎসবে ধর্মপ্রাণ নারী ও পুরুষ ভক্তদের উপস্থিতি কামনা করা হয়েছে।
প্রিন্ট