ঢাকা , শুক্রবার, ১৪ জুন ২০২৪, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

জমজমাট হয়ে উঠছে কুষ্টিয়ার পশুর হাট

জমজমাট হয়ে উঠছে কুষ্টিয়ার পশুর হাট। দেশের অন্যতম বৃহত্তম হাট কুষ্টিয়ার বালিয়াপাড়া পশু হাটে কোরবানির পশু নিয়ে ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা। অনুকূল পরিবেশ থাকায় দেশের সব প্রান্ত থেকেই ক্রেতারা পছন্দের পশু কিনতে এ হাটে ছুটে আসছেন। হাটে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি পশুর স্বাস্থ্য পরীক্ষায় রাখা হয়েছে বিশেষ মেডিকেল টিম।

তবে অন্যান্যবারের তুলনায় এবার কোরবানির পশুর দাম অনেকটাই কম। গরু বিক্রেতারা দাম নিয়ে অসন্তোষের কথা জানাচ্ছেন। তারা বলছেন, যে দামে গরু বিক্রি হচ্ছে তাতে ভীষণ লোকসানের কবলে পড়তে হবে। তবে বিপরীত চিত্র ক্রেতাদের মাঝে। সন্তুষ্ট মনে পছন্দের পশু কিনে ফিরছেন ক্রেতারা।

অবশ্য বরাবরের মতো অপেক্ষাকৃত ছোট সাইজের গরুর চাহিদা অন্যান্যবারের তুলনায় এবারো বেশি। এবারের ঈদের আগে কোরবানির পশু আমদানির পাশাপাশি কেনা বেচাও ভালো বলে জানিয়েছেন হাট মালিকরা।

 

কুষ্টিয়া জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আল মামুন হোসেন মন্ডল জানিয়েছেন, প্রাণিসম্পদ অফিসের সার্বিক তত্ত্বাবধানে এবার জেলার ১৮ হাজারের অধিক খামারি ১ লাখের বেশি গরু ও ১ লাখ ছাগল এবং বেশকিছু মহিষ কোরবানির জন্য প্রস্তুত করেছেন। জেলার খামারিরা যাতে তাদের পোষা গরুর সঠিক দাম পায় সেদিকে লক্ষ রেখে অনলাইনের মাধ্যমে গরু বিক্রিসহ বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

জমজমাট হয়ে উঠছে কুষ্টিয়ার পশুর হাট

আপডেট টাইম : ২০ ঘন্টা আগে

জমজমাট হয়ে উঠছে কুষ্টিয়ার পশুর হাট। দেশের অন্যতম বৃহত্তম হাট কুষ্টিয়ার বালিয়াপাড়া পশু হাটে কোরবানির পশু নিয়ে ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা। অনুকূল পরিবেশ থাকায় দেশের সব প্রান্ত থেকেই ক্রেতারা পছন্দের পশু কিনতে এ হাটে ছুটে আসছেন। হাটে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি পশুর স্বাস্থ্য পরীক্ষায় রাখা হয়েছে বিশেষ মেডিকেল টিম।

তবে অন্যান্যবারের তুলনায় এবার কোরবানির পশুর দাম অনেকটাই কম। গরু বিক্রেতারা দাম নিয়ে অসন্তোষের কথা জানাচ্ছেন। তারা বলছেন, যে দামে গরু বিক্রি হচ্ছে তাতে ভীষণ লোকসানের কবলে পড়তে হবে। তবে বিপরীত চিত্র ক্রেতাদের মাঝে। সন্তুষ্ট মনে পছন্দের পশু কিনে ফিরছেন ক্রেতারা।

অবশ্য বরাবরের মতো অপেক্ষাকৃত ছোট সাইজের গরুর চাহিদা অন্যান্যবারের তুলনায় এবারো বেশি। এবারের ঈদের আগে কোরবানির পশু আমদানির পাশাপাশি কেনা বেচাও ভালো বলে জানিয়েছেন হাট মালিকরা।

 

কুষ্টিয়া জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আল মামুন হোসেন মন্ডল জানিয়েছেন, প্রাণিসম্পদ অফিসের সার্বিক তত্ত্বাবধানে এবার জেলার ১৮ হাজারের অধিক খামারি ১ লাখের বেশি গরু ও ১ লাখ ছাগল এবং বেশকিছু মহিষ কোরবানির জন্য প্রস্তুত করেছেন। জেলার খামারিরা যাতে তাদের পোষা গরুর সঠিক দাম পায় সেদিকে লক্ষ রেখে অনলাইনের মাধ্যমে গরু বিক্রিসহ বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।