রাজশাহীর তানোরে গাছের ডালে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। গত ৯ জুন উপজেলার মুন্ডুমালা পৌরসভার প্রকাশনগর খাল পাড়ে এই ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম আপেল (১৫)। সে কলমা ইউনিয়নের (ইউপি) গঙ্গারামপুর গ্রামের আতাউর রহমানের পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত যুবক আপেল মানুষিক ভারসাম্যহীন। গত রোববার দুপুরে মুন্ডুমালা পৌরসভার প্রকাশনগর মহল্লার খাল পাড়ের গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।
- আরও পড়ুনঃ পাবনায় আ. লীগ নেতাকে গুলি করে হত্যা
স্থানীয়রা আপেলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানান, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট