রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউপির মৃগী বাজারস্থ আব্দুল মালেক খান সুপার মার্কেটের তত্বাবধায়ক মাহবুবুর রহমান খানের ব্যক্তিগত অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে।
গত বুধবার ২৬ মে রাতে কে বা কাহারা কৌশলে অফিস কক্ষের সাটারের তালা খুলে ভিতরে ঢুকে কাঠের টেবিলের ড্রয়ার ভেঙে নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নেয়।
অজ্ঞাত চোরেরা অফিস কক্ষের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে ক্ষতিসাধন করে। পরদিন বৃহস্পতিবার ২৭ মে সকালে বাজারে গিয়ে চুরির বিষয়টি জানতে পারেন মাহবুবুর রহমান খান।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাহবুবুর রহমান খান জানান, প্রতিদিনের ন্যায় গত ২৬ মে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নিজস্ব মার্কেটের ব্যক্তিগত অফিস কক্ষ বন্ধ করে বাড়িতে ফেরেন তিনি। পরদিন ২৭ মে সকাল আনুমানিক ৮টার দিকে বাজারে গিয়ে নিজ অফিস কক্ষের চুরির বিষয়টি জানতে পারেন।
খবর পেয়ে বাজারের আশপাশের দোকানদারগণ, বণিক সমিতির নেতৃবৃন্দ ও মৃগী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তা পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন।
ব্যবসায়ী মাহবুবুর রহমান খান জানান, চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে- পিতা আব্দুল মালেক খান নামীয় জমির কয়েকখানা মূল দলিল ও পর্চা, আমার ( মাহবুবুর রহমান খান) ও সহোদর বড় ভাই কে.এম.বিল্লাহ খান নামীয় জমির দলিল ও পর্চা, আমার স্বাক্ষরিত বাংলাদেশ কৃষি ব্যাংক মৃগী বাজার শাখার হিসাব নং ১৮১৬৪ ও ৪৯৮২, কালুখালী শাখার অগ্রণী ব্যাংক লিঃ হিসাব নং খান ট্রেডার্স-০২০০০১২১৭৩৬৯০, পাংশা শাখার অগ্রণী ব্যাংক লিঃ হিসাব নং ৩৪১৩৯৩২৪ এবং আমার সহোদর বড় ভাই কে.এম. বিল্লাহ খানের স্বাক্ষরিত পাংশা শাখার সোনালী ব্যাংক লিঃ হিসাব নং ২২০৯০০২১৬৬৬৮৭, অগ্রণী ব্যাংক লিঃ হিসাব নং ০২০০০০৩৫৭৪৬৬৬, ট্রাস্ট ব্যাংক লিঃ হিসাব নং ০০৯২০৩১০০০৬২৯৪, ইসলামিক ব্যাংক লিঃ হিসাব নং১৪৭, ন্যাশনাল ব্যাংক লিঃ হিসাব নং ০০১৬৮৩৩০০২৫১৫, বাংলাদেশ কৃষি ব্যাংক লিঃ মৃগী বাজার শাখার হিসাব নং ১৭৫৮০ এর চেকবই সমূহের কিছু স্বাক্ষরিত ও অস্বাক্ষরিত চেক, জমা-জমির মেয়াদি ও সঙ্করালী বাবদ এবং আর্থিক লেনদেনকৃত ফেরতপ্রাপ্ত কয়েকখানা লিখিত ও অলিখিত নন-জুডিশিয়াল স্ট্যাম্প যার কিছু স্বাক্ষরিত ও কিছু অস্বাক্ষরিত, ব্যবসার হিসাবের কয়েকখানা খাতা ও ব্যক্তিগত ডায়রী, দোকান ভাড়ার চুক্তিপত্র ও ভাড়া আদায়ের রশিদ বই এবং নগদ প্রায় ৭ হাজার টাকা।
গুরুত্বপূর্ণ দলিল, চেকবই, নন-জুডিশিয়াল স্ট্যাম্প, হিসাবের খাতাপত্রসহ প্রভৃতি জিনিসপত্র চুরি যাওয়ায় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা ব্যহত হচ্ছে বলে জানান তিনি। কোনো কুচক্রীমহল ক্ষতিসাধন করতে চুরির ঘটনা ঘটিয়েছে বলে তাদের ধারণা।
প্রিন্ট