রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের (ইউপি) হিরানন্দপুর গ্রামের জনৈক ব্যক্তির কন্যা ও বুদ্ধি প্রতিবন্ধী (৩৭) নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিকটিমের স্বজন বাদি হয়ে হিরানন্দপুর গ্রামের মৃত হানু প্রামানিকের পুত্র জসিমুদ্দিন প্রামানিককে (৬৪) আসামি করে তানোর থানায় ধর্ষন মামলা করেছেন।
এদিকে মামলার প্রেক্ষিতে পুলিশ আসামি জসিমুদ্দিনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
অভিযোগে বলা হয়েছে, আসামী জসিমুদ্দিন তার প্রতিবেশী ভিকটিমের বাড়ীর সামনে দিয়ে যাতায়াতের পথে প্রায়ই সময় ভিকটিমের দিকে কু-নজরে তাকাতো এবং কু- প্রস্তাব দিয়ে আসছিল।
এমতাবস্থায় গত ২৯মে বুধবার রাত ৯টার দিকে ভিকটিমকে বাড়িতে একা পেয়ে জসিমুদ্দিন তাকে বিবস্ত্র করে ধর্ষণ করে। এ সময ভিকটিমের চিৎকারে তার স্বজনেরা এসে জসিমুদ্দিনকে আটক করে ৯৯৯ নম্বরে কল করলে থানা পুলিশ গিয়ে জসিমুদ্দিনকে আটক করেন। এ সময় জসিমুদ্দিন ভিকটিমকে ইচ্ছের বিরুদ্ধে ধর্ষনের কথা শিকার করেন।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, ধর্ষন মামলার প্রেক্ষিতে আসামি জসিমুদ্দিনকে আটক ও আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
প্রিন্ট