কুষ্টিয়ার ভেড়ামারায় পানিতে ডুবে লামিয়া আক্তার নামে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ মে) বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়। মৃত শিশু একই গ্রামের লিটন হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, লামিয়া খেলা করার সময় বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে ডুবে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নিশ্চিত করেছেন ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ।
প্রিন্ট