দ্বিতীয় ধাপে আগামীকাল (২১ মে) কুষ্টিয়ার কুমারখালী, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে।
আজ (২০ মে) সোমবার দুপুর ১.৩০ টা থেকে কুমারখালী, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুরে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে স্ব-স্ব কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। তবে ভোট কেন্দ্রগুলিতে ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন অর্থাৎ আগামীকাল মঙ্গলবার সকাল ৭টার মধ্যে।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবু আনসার জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হলেও ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন সকালে।
কুষ্টিয়ার ৪ উপজেলায় ৪৪ ইউনিয়নের ৪১৯টি কেন্দ্রে মোট ভোট কক্ষের সংখ্যা ৩০৬০টি। মোট ভোটার ১১ লক্ষ ৩২ হাজার ১৩৬ জন। এরমধ্যে পুরুষ ৫ লক্ষ ৭০ হাজার ৬৬৪ জন এবং মহিলা ভোটার ৫ লক্ষ ৬১ হাজার ৪৬৬জন। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং তা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচনে জেলার ৪ উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এরমধ্যে কুমারখালী উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। মিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন।
ভেড়ামারা উপজেলায় চেয়ারম্যান পদে মো. আবু হেনা মোস্তফা কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ভাইস চেয়ারম্যান পদে ৭ জন, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন। দৌলতপুর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে দ্বিতীয় ধাপের নির্বাচনে ভেড়ামারা উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এই উপজেলায় শুধু ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যন পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
প্রিন্ট