ঢাকা , বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া-১ সাবেক এমপি সরওয়ার জাহান কারাগারে Logo কুষ্টিয়া ছাত্রাবাসে কলেজ ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য Logo বি এম এ ফরিদপুর জেলা শাখার ‌ নবনির্বাচিত কর্মকর্তাদের সাথে ‌ ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় Logo চরভদ্রাসনে অকাল বন্যায় কৃষকদের চোখে অন্ধকার, বাদাম-তিল ফসলে ভয়াবহ ক্ষতি Logo মাদারীপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে, অভিযুক্ত পলাতক Logo ফসলের উৎপাদন কমায় ৪০ শতাংশ, ক্ষতিকর পশুর জন্যও Logo বাজারে আমের দামে ধস, বিপাকে চাষিরা Logo রাজশাহীতে বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে Logo ভোক্তা অধিকারের অভিযানে লালপুরে নাজমুল সুপার আইসক্রিম মালিককে জরিমানা আদায় Logo বিয়ে বাড়ি থেকে শিশু শিক্ষার্থী নিখোঁজ। চার দিনেও মেলেনি সন্ধান
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুষ্টিয়ায় ৪ উপজেলায় ভোটঃ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম, ব্যালট পেপার

দ্বিতীয় ধাপে আগামীকাল (২১ মে) কুষ্টিয়ার কুমারখালী, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে।

আজ (২০ মে) সোমবার দুপুর ১.৩০ টা থেকে কুমারখালী, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুরে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে স্ব-স্ব কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। তবে ভোট কেন্দ্রগুলিতে ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন অর্থাৎ আগামীকাল মঙ্গলবার সকাল ৭টার মধ্যে।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবু আনসার জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হলেও ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন সকালে।

কুষ্টিয়ার ৪ উপজেলায় ৪৪ ইউনিয়নের ৪১৯টি কেন্দ্রে মোট ভোট কক্ষের সংখ্যা ৩০৬০টি। মোট ভোটার ১১ লক্ষ ৩২ হাজার ১৩৬ জন। এরমধ্যে পুরুষ ৫ লক্ষ ৭০ হাজার ৬৬৪ জন এবং মহিলা ভোটার ৫ লক্ষ ৬১ হাজার ৪৬৬জন। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং তা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচনে জেলার ৪ উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এরমধ্যে কুমারখালী উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। মিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন।

 ভেড়ামারা উপজেলায় চেয়ারম্যান পদে মো. আবু হেনা মোস্তফা কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ভাইস চেয়ারম্যান পদে ৭ জন, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন। দৌলতপুর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে দ্বিতীয় ধাপের নির্বাচনে ভেড়ামারা উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এই উপজেলায় শুধু ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যন পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া-১ সাবেক এমপি সরওয়ার জাহান কারাগারে

error: Content is protected !!

কুষ্টিয়ায় ৪ উপজেলায় ভোটঃ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম, ব্যালট পেপার

আপডেট টাইম : ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

দ্বিতীয় ধাপে আগামীকাল (২১ মে) কুষ্টিয়ার কুমারখালী, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে।

আজ (২০ মে) সোমবার দুপুর ১.৩০ টা থেকে কুমারখালী, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুরে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে স্ব-স্ব কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। তবে ভোট কেন্দ্রগুলিতে ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন অর্থাৎ আগামীকাল মঙ্গলবার সকাল ৭টার মধ্যে।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবু আনসার জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হলেও ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন সকালে।

কুষ্টিয়ার ৪ উপজেলায় ৪৪ ইউনিয়নের ৪১৯টি কেন্দ্রে মোট ভোট কক্ষের সংখ্যা ৩০৬০টি। মোট ভোটার ১১ লক্ষ ৩২ হাজার ১৩৬ জন। এরমধ্যে পুরুষ ৫ লক্ষ ৭০ হাজার ৬৬৪ জন এবং মহিলা ভোটার ৫ লক্ষ ৬১ হাজার ৪৬৬জন। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং তা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচনে জেলার ৪ উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এরমধ্যে কুমারখালী উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। মিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন।

 ভেড়ামারা উপজেলায় চেয়ারম্যান পদে মো. আবু হেনা মোস্তফা কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ভাইস চেয়ারম্যান পদে ৭ জন, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন। দৌলতপুর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে দ্বিতীয় ধাপের নির্বাচনে ভেড়ামারা উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এই উপজেলায় শুধু ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যন পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।


প্রিন্ট