ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এবং এসিআই কনজ্যুমার ব্র্যান্ডের সহায়তায় ক্যাম্পাসে চালু হয়েছে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন।
ছাত্রীরা পাঁচ টাকার কয়েনে (ধাতব মুদ্রা) নিতে পারবে স্যানিটারি ন্যাপকিন। হাতের নাগালে ভেন্ডিং মেশিনে পাঁচ টাকার কয়েন ফেললেই পাওয়া যাবে এটি। ১৩মে ,সোমবার বেলা ১২টার সময় এর শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা।
প্রতিটি মেশিনের নির্দিষ্ট স্থানে ৫ টাকার কয়েন ফেললেই বেরিয়ে আসবে একটি প্যাড। ছাত্রীদের মধ্যে এটি ব্যবহারের প্রবণতা বাড়াতে উদ্বোধনের প্রথম সপ্তাহ বিনামূল্যে ভেন্ডিং মেশিন থেকে প্যাড সংগ্রহ করা যাবে। এরপর থেকে নির্দিষ্ট মূল্যেই প্যাড সংগ্রহ করতে হবে। আর ভেন্ডিং মেশিনে সরবরাহকৃত প্যাডগুলো অত্যন্ত উন্নতমানের আল্ট্রা থিন প্যাড।
ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের ভোগান্তি কমানোর উদ্দেশ্যে প্রকল্পটি হাতে নেন বিদ্যালয়ের কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা বলেন,ছাত্রীরা প্যাড কেনার জন্য দোকানে যেতে চায় না। পরিবারে কোনো পুরুষ সদস্যকে দিয়ে তারা প্যাড কিনে আনায়। এই ভেন্ডিং মেশিনের কল্যাণে আমাদের ছাত্রীরা এই ভোগান্তি থেকে অনেকটাই মুক্তি পাবে বলে আশা করি।
অনুষ্ঠানে সভাপতিত্ব ভেড়ামারা উপজেলার নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভেড়ামারা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিবার পরিকল্পনা কর্তকর্তা মিজানুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ সোনিয়া ঘোষ। উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফারুক আহমেদ ।
স্বাগত বক্তব্য রাখেন, ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার। সুকর্ম ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ সোহানা খাতুন প্রমূখ।
প্রিন্ট