আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার (৯ মে)। নির্ধারিত সময় শেষে এ ধাপের ভোটে বোয়ালমারীতে মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে লড়াই করবেন বর্তমান উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, বর্তমান ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিমুজ্জামান লিটু, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মৃধা মিলন, আওয়ামী লীগ নেতা হিরু মুন্সি।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়াই করবেন, উপজেলা ছাত্র লীগের সাবেক সাাধারণ সম্পাদক রাহাদুল আকতার তপন, যুবলীগের যুগ্ম-আহবায়ক এম এম শাফিউল্লাহ সাফি, শফিকুল হক মিয়া, মো. জুবায়ের হুসাইন, জেলা মৎসজীবী লীগের সাবেক যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান সিকদার।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়াই করবেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, পারভীন রহমান, মনিকা রাজবংশী, কাজী সালমা শাহিন, ঝর্ণা বেগম, শাহনাজ বেগম।
বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা শেখ মো. আদিল এ তথ্য নিশ্চিত করেন।
বোয়ালমারী উপজেলা ভোটে অংশ নিতে এবার প্রার্থীদের জন্য অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এ উপজেলায় চতুর্থ ধাপ নির্বাচনে সব প্রার্থীই অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ উপজেলায় চতুর্থ ধাপের তফসিল অনুযায়ী, আগামী ৫ জুন ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র ১২ মে যাচাই-বাছাই হবে।
রির্টানিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে আগামী ১৩ মে থেকে ১৫ মের মধ্যে।
- আরও পড়ুনঃ নাটোরের তিন উপজেলায় নির্বাচিত হলেন যারা
আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। ২০ মে এ ধাপের চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করা হবে। ৫ জুন ভোট অনুষ্ঠিত হবে।
প্রিন্ট