ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া বাজার এলাকা হতে ৮৯ পিচ ইয়াবাসহ বকুল জোয়ারদার ও সাহেব আলী নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাবের অভিযানিক দলের মেজর মোহাম্মদ মাসুদ হায়দার জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার বিকালে শেখপাড়া বাজার থেকে শেখপাড়ার জোয়ারদার পাড়ার তক্কেল জোয়ারদারের ছেলে বকুল ও একই পাড়ার ইয়াকুব আলীর ছেলে সাহেব আলীকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে ৮৯ পিচ ইয়াবা উদ্ধার হয়।
প্রিন্ট