ঢাকা , রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কলকাতা হাইকোর্টের ‘মিডিয়েশন’ প্রশিক্ষণে সুযোগ পেলেন সাংবাদিক মোল্লা জসিমউদ্দিন Logo প্রাথমিক শিক্ষকদের উন্নত গ্রেডের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন Logo লেবাননে ইসরায়েলের স্থল অভিযান, হিজবুল্লাহর পাল্টা হামলা Logo লালপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে নতুন অঙ্গীকারের প্রতিপাদ্যে Logo গোল্ডেন লাইন পরিবহনের বাস ভাড়া কমানোর দাবিতে আমরণ অনশন কর্মসূচি Logo নগরকান্দায় কলা গাছের ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo রাজশাহীতে ছাত্র হত্যায় পুলিশ রিমান্ডে আ. লীগ ও যুবলীগ নেতা Logo নাগেশ্বরীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo চোখের পানি আর আখেরি মোনাজাতে শেষ হলো ঠাকুরগাঁওয়ের ইজতেমা Logo হারানো বিজ্ঞপ্তিঃ সন্ধান চাই
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

নলছিটিতে বারি তিল-৪ এর বাম্পার ফলন

মোঃ আমিন হোসেন : ঝালকাঠি নলছিটি উপজেলায় চলতি মৌসুমে তিলের বাম্পার ফলন। ঔষধি গুণসম্পন্ন উচ্চ ফলনশীল ফসল বারি তিল-৪ অন্যান্য বছরের মতো এ বছরও ব্যাপক আবাদ হয়েছে । আবহাওয়া অনুকূলে থাকায় তিলের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানান কৃষক ও কৃষি কর্মকর্তারা।

 

উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ডেবরা গ্রামে
সবুজে সবুজে ছেঁয়ে গেছে দিগন্ত জোড়া মাঠ। সবুজ গাছে সাদা ফুলের সে এক অপরুপ চিত্র। এসব এলাকায় ঘুরে এবং কৃষকদের সাথে কথা বলে জানা যায়, গত বছরের তুলনায় এ বছর তিলের আাবাদ ভালো হয়েছে। তাই আশা করছেন ফলনও ভালো হবে।

 

নাচনমহল ইউনিয়নে দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন জানিয়েছেন, চলতি মৌসুমে উপজেলার নাচনমহল ইউনিয়নে ৪ হেক্টর জমিতে বারি তিল-৪ এর ৫টি প্রদর্শনী প্লট করেন ৫ জন কৃষক। কৃষি উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আওতায় প্রদর্শনী নিয়ে কৃষক ফারুক ৭০ শতক,কৃষক কালাম মোল্লা ৬০ শতক, কৃষক নুরইসলাম ৫০ শতক,কৃষক খাইরুল ৪০ শতক, কৃষক মাসুদ ৩০ শতক জমিতে বারি তিল-৪ আবাদ করেছে।কৃষক মোঃ ফারুক হোসেন জানান,এখন পর্যন্ত কোনো রোগ বালাই হয় নাই এছাড়া অনাবৃষ্টির কারণে তিলের আবাদ ভালো হয়েছে, এরপূর্বে এই জমিতে সরিষার চাষ করা হয়েছে।

 

উপজেলা কৃষি অফিসার সানজিদ আরা শাওন জানান, এবছর উপজেলায় ৩৫ হেক্টর জমিতে তিল চাষের আবাদ করা হয়, যার হেক্টর প্রতি ফলন ১২৫০ – ১৫০০ কেজি।এ বছর আবহাওয়া তিল চাষের অনুকূলে ছিল। ক্ষেতে পোকা মাকড়ের আক্রমণ হয়নি। এ কারণে তিলের বাম্পার ফলন হয়েছে। ঔষধি গুণসম্পন্ন এই তিলের তেল হৃদরোগ, চর্মরোগ প্রতিরোধী ও চুলের যত্নে অতুলনীয়। সরকার ভোজ্য তেলের আমদানি-নির্ভরতা কমানোর উদ্যোগ নিয়েছে। সেই লক্ষ্যে আমরা ভোজ্য তেল চাষাবাদ বৃদ্ধির জন্য কাজ করছি।এছাড়াও তিলের ফলন লাভজনক দেখে এ তিল চাষে উপজেলার কৃষকরা আগ্রহ প্রকাশ করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Amin Hossain

জনপ্রিয় সংবাদ

কলকাতা হাইকোর্টের ‘মিডিয়েশন’ প্রশিক্ষণে সুযোগ পেলেন সাংবাদিক মোল্লা জসিমউদ্দিন

error: Content is protected !!

নলছিটিতে বারি তিল-৪ এর বাম্পার ফলন

আপডেট টাইম : ১০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :

মোঃ আমিন হোসেন : ঝালকাঠি নলছিটি উপজেলায় চলতি মৌসুমে তিলের বাম্পার ফলন। ঔষধি গুণসম্পন্ন উচ্চ ফলনশীল ফসল বারি তিল-৪ অন্যান্য বছরের মতো এ বছরও ব্যাপক আবাদ হয়েছে । আবহাওয়া অনুকূলে থাকায় তিলের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানান কৃষক ও কৃষি কর্মকর্তারা।

 

উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ডেবরা গ্রামে
সবুজে সবুজে ছেঁয়ে গেছে দিগন্ত জোড়া মাঠ। সবুজ গাছে সাদা ফুলের সে এক অপরুপ চিত্র। এসব এলাকায় ঘুরে এবং কৃষকদের সাথে কথা বলে জানা যায়, গত বছরের তুলনায় এ বছর তিলের আাবাদ ভালো হয়েছে। তাই আশা করছেন ফলনও ভালো হবে।

 

নাচনমহল ইউনিয়নে দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন জানিয়েছেন, চলতি মৌসুমে উপজেলার নাচনমহল ইউনিয়নে ৪ হেক্টর জমিতে বারি তিল-৪ এর ৫টি প্রদর্শনী প্লট করেন ৫ জন কৃষক। কৃষি উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আওতায় প্রদর্শনী নিয়ে কৃষক ফারুক ৭০ শতক,কৃষক কালাম মোল্লা ৬০ শতক, কৃষক নুরইসলাম ৫০ শতক,কৃষক খাইরুল ৪০ শতক, কৃষক মাসুদ ৩০ শতক জমিতে বারি তিল-৪ আবাদ করেছে।কৃষক মোঃ ফারুক হোসেন জানান,এখন পর্যন্ত কোনো রোগ বালাই হয় নাই এছাড়া অনাবৃষ্টির কারণে তিলের আবাদ ভালো হয়েছে, এরপূর্বে এই জমিতে সরিষার চাষ করা হয়েছে।

 

উপজেলা কৃষি অফিসার সানজিদ আরা শাওন জানান, এবছর উপজেলায় ৩৫ হেক্টর জমিতে তিল চাষের আবাদ করা হয়, যার হেক্টর প্রতি ফলন ১২৫০ – ১৫০০ কেজি।এ বছর আবহাওয়া তিল চাষের অনুকূলে ছিল। ক্ষেতে পোকা মাকড়ের আক্রমণ হয়নি। এ কারণে তিলের বাম্পার ফলন হয়েছে। ঔষধি গুণসম্পন্ন এই তিলের তেল হৃদরোগ, চর্মরোগ প্রতিরোধী ও চুলের যত্নে অতুলনীয়। সরকার ভোজ্য তেলের আমদানি-নির্ভরতা কমানোর উদ্যোগ নিয়েছে। সেই লক্ষ্যে আমরা ভোজ্য তেল চাষাবাদ বৃদ্ধির জন্য কাজ করছি।এছাড়াও তিলের ফলন লাভজনক দেখে এ তিল চাষে উপজেলার কৃষকরা আগ্রহ প্রকাশ করেছেন।