ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় হিসেবে মনোনয়নপত্র জমা দেন। মোঃ আবু হেনা মোস্তফা কামাল মুকুল ও ভেড়ামারা উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু।
৩০এপ্রিল (মঙ্গলবার) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ছিলো।
৩০ এপ্রিল মঙ্গলবার সকালে ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক ভেড়ামারা উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। তিনি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়ন প্রত্যাহার পত্রটি জমা দেন।
এখন ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান পদে আবু হেনা মোস্তফা কামাল মুকুল ছাড়া আর অন্য কোনো প্রার্থী থাকলো না। তাই আজ থেকে আবু হেনা মোস্তফা কামাল মুকুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান প্রাথী হিসেবে নির্বাচিত হলেন । সেই সাথে ভাইস চেয়ারম্যান পদে একজন মিনারুল ইসলাম তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।
প্রিন্ট