ফরিদপুরের সদরপুর উপজেলার ৭ নং সদরপুর ইউনিয়নের সদরপুর-তাড়াইল সড়কের দশহাজার এলাকায় ঐতিহ্যবাহী দারুল উলূম দেওবন্দ-এর সিলসিলায় ইলমে নববী বিতরণের মহান প্রত্যয়ে ভিত্তি প্রস্তুর শুভ উদ্বোধন হলো ‘জামিয়া আশরাফিয়া মাদরাসা ও এতিমখানা’র।
গত ২৬ এপ্রিল শুক্রবার বাদ জুমা দুপুর ২টায় নির্মাণ কাজের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো: দেলোয়ার হোসেন, ইঞ্জি: আ: আজিক শিকদার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মো: ইসহাক মিয়া, সাবেক চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম (বাবুল), বিশিষ্ট সমাজসেবক আফজাল হোসালর (কাজী কুদ্দুস)সহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী বাদশা তালুকদার।
আয়োজক কমিটির পক্ষে অতিথিদের স্বাগত জানান রাবেয়া বসরিয়া দাওরায়ে হাদীছ মহিলা মাদরাসা (দশহাজার) এর মুহতামিম মাওলানা আল-আমীন এবং সূচিত মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মো: শাহজাহান মুন্সীর ছোট ভাই মো: দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, মাওলানা মুফতী তৈয়বুর রহমান, মাওলানা মুখতার হুসাইন, মুফতী মিরাজুল ইসলাম, মুফতী জাবের হুসাইন, মুফতী আনোয়ার হুসাইন আশরাফী, মুফতী মোতাহার হুসাইন, মোতালেব পেয়াদা, আবু বকর সিদ্দিক সহ বিপুল সংখ্যক আলেমে দ্বীন, মুসল্লী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভিত্তি প্রস্তুর উদ্বোধন শেষে বিশেষ মুনাজাত পরিচালনা করেন সদরপুর উপজেলা মুফতী বোর্ডের সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী।
প্রিন্ট