বরগুনার আমতলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আমতলী একে স্কুল চৌরাস্তা সলাগ্ন সড়কের দু-পাশে সরকারি জায়গা দখলকারীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার বিকালে (২৪ এপ্রিল) একে স্কুল চৌরাস্তা সড়কের দুইপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এ অভিযান পরিচালনা করেন।
এ সময় তার সাথে ছিলেন আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান, উপজেলা সহকারী কমিশনার ভুমি তারেক হাসান, আমতলী পৌরসভার ককাউন্সিলর মো. মুছা মোল্লা, হোসেন সিদ্দিকি রেজওয়ান প্রমুখ।
- আরও পড়ুনঃ তানোরে ময়নার স্মরণকালের সর্ববৃহত শোডাউন
আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশরাফুল আলম বলেন, সরকারি জমি দখল করে রাখায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
প্রিন্ট