আগামী ৮ই মে প্রথম ধাপে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে প্রার্থীদের নিয়ে নির্বাচন আচরন বিধিমালা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৪ এপ্রিল) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাচন অফিস এ মতবিনিময় সভার আয়োজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম এর সভাপতিত্বে আইনশৃঙ্খলা ও আচরন বিধিমালা বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন বিথী। প্রার্থীদের উদ্দ্যেশে নির্বাচন আচরন বিধিমালা পাঠ করে শুনান উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী হেকমত আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ জাহীদ তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, চরভদ্রাসন থানা পুলিশ, গনমাধ্যম কর্মী ও বিভিন্ন দপ্তর প্রধানগন।
চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার আলী মোল্যা, মোতালেব হোসেন মোল্যা, মোঃ ফারুক হোসেন মৃধা, সৈয়দ নিজামউদ্দীন আহাম্মেদ ও মোঃ খবীর উদ্দিন। ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ছিলেন কাউছার হোসেন, মোন্নাফ মোল্লা, মোশারফ হোসেন, মোঃ সামসুদ্দিন মোল্লা ও জান-এ আলম। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন তানজিলা আকতার, রওশন আরা পারভীন, হামেদা বেগম ও নাজমা বেগম।
বক্তারা আগামী ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ সুন্দর ও শান্তিপূর্নভাবে সম্পন্ন করার লক্ষে সকল প্রার্থীদের নির্বাচনের সকল আচরন ও বিধিমালা মেনে চলার আহবান জানান।