কুষ্টিয়ায় দৌলতপুরে মাদক ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত কাস্টম মোড়ে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ঈদের দিন দুপুর ১২টার দিকে সীমান্তের শীর্ষ মাদক ব্যবসায়ী আক্কাস বিশ্বাস ও হানিফের মধ্যে মাদক বিক্রয়ের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’জনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে দু’পক্ষের ১০-১২ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে মাদক ব্যবসায়ী আক্কাস বিশ্বাস (৫০) এবং প্রতিপক্ষ অপর মাদক ব্যবসায়ী হানিফ (৪০) ও তার ছোট ভাই বিল্লাল হোসেন (৩৫) আহত হয়। এরা একই এলাকার মৃত রণজিত বিশ্বাস ও ওহাবের ছেলে। আহতদের মধ্যে বিল্লাল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দু’জন দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। সংঘর্ষের বিষয়ে রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মণ্ডল জানান, মাদক ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে।তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলা ও সংঘর্ষের ঘটনায় দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে। তবে কেউ আটক বা গ্রেপ্তার হয়নি।
উল্লেখ্য, সীমান্ত এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী আক্কাস বিশ্বাসের বিরুদ্ধে মাদক ব্যবসা ও স্ত্রী হত্যাসহ একাধিক হত্যা মামলা রয়েছে।