রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়া (যৌনপল্লীর) বসবাসরত সুবিধাবঞ্চিত নারীদের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে ২০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
সোমবার (০৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে দৌলতদিয়া পূর্বপাড়া’য় (যৌনপল্লী) বসবাসরত সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে কাজ করা সংগঠন দৌলতদিয়া মুক্ত মহিলা সমিতির (এমএমএস) হল রুমে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু কায়সার খান।
আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু সাঈদ মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, দৌলতদিয়া অসহায় নারী ঐক্য কল্যান সংস্থার সভানেত্রী ঝুমুর বেগম প্রমূখ।
- আরও পড়ুনঃ তানোরে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি জবর দখল
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তি মহিলা সমিতির প্রজেক্ট ডিরেক্টর আতাউর রহমান মুঞ্জ।
প্রিন্ট