যশোর জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের নির্বাচন ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র কেনার দিন।
নির্বাচনে ১৪টি পদের বিপরীতে ৩২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাড. নজরুল ইসলাম।
তিনি জানান ১৩৪ সদস্যের মধ্যে যাচাই বাছাই করে চূড়ান্ত ভোটার দাঁড়িয়েছে ৮২ জন। আগামী ৪ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। সহ- সভাপতির ২টি পদে ৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। কিনেছেন ফশিয়ার রহমান, মিজানুর রহমান, শহিদুর রহমান, হারুন অর রশিদ ও খুরশিদ মোহাম্মদ জাকির হোসেন। এর মধ্যে শহিদুর রহমান ২টি মনোনয়নপত্র কিনেছেন।
সাধারণ সম্পাদক পদে ২ জন হলেন, বর্তমান সাধারণ সম্পাদক নিবাস হালদার ও এ বি এম শাহিদুজ্জামান। যুগ্ম সম্পাদক পদে কিনেছেন ইব্রাহীম হোসেন ও হুমায়ুন করিব, কোষাধ্যক্ষ পদে বর্তমান কমিটির কোষাধ্যক্ষ সোহেল আল মামুন নিশাত ও শফিকুল ইসলাম মিঠু, দপ্তর সম্পাদক পদে ফেরদৌস হাসান ও সালাউদ্দিন ইউসুফ দিলু।
- আরও পড়ুনঃ হাতিয়ায় এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
নির্বাহী সদস্য ৮টির বিপরীতে কিনেছেন ১৮ জন। তারা হলেন, জিল্লুর রহমান, জয়নাল আবেদীন, হাবিবুর রহমান, মিজানুর রহমান, আব্দুল বাসেদ, রাজু আহমেদ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ কামরুজ্জামান, শুভাষ চন্দ্র মন্ডল, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, মহিতোষ কুমার ঘোষ, বশির আহমেদ, শশাংক কুমার ঘোষ, ইমরুল হোসেন, জমির হোসেন লাবু জোয়াদ্দার, বসির হোসেন সাবু জোয়াদ্দার ও তরিকুল ইসলাম।
প্রিন্ট