সাংবাদিক রোজিনা কে হেনস্তা ও কারাগারে প্রেরনের প্রতিবাদে নড়াইলে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় নড়াইল চৌরাস্তায় মানবন্ধনের আয়োজন করে নড়াইলের সাংবাদিক ও প্রথম
আলো।
এসময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মলয় কান্তি নন্দী, কার্তিক দাস, কাজী হাফিজুর রহমান, সাইফুল ইসলাম তুহিন, খায়রুল আলম, জিয়াউর
রহমান জামী, সাথী তালুকদার প্রমুখ।
এরপর বেলা এগারোটায় নড়াইল প্রেসক্লাবের সামনে অনুরুপ মানববন্ধন হয়েছে। নড়াইল প্রেসক্লাবে আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাধারন সম্পাদক শামীমূল ইসলাম টুলু, গুলশান আরা, মারুফ সামদানী প্রমুখ।
বক্তারা সরকারী কর্মচারী দের ঘুষ দুর্নীতি উন্মোচন করে বিচার করার দাবী জানিয়ে অবিলম্বে সাংবাদিক রোজীনার মিথ্যা মামলা প্রত্যাহারের
দাবী জানান।
এছাড়া হেনস্তা চলতে থাকলে লাগাতার আন্দোলন চলার হুমকী প্রদান করেন।
প্রিন্ট