প্রথম আলোর জেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রাখা ও তার উপর নির্যাতন এবং পরে মামলা দিয়ে জেলহাজতে প্রেরনের করার প্রতবাদে সারা দেশের ন্যায় ফরিদপুরের সালথায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এবং তার নিঃশর্ত মুক্তি ও দাবি করেছেন সাংবাদিকবৃন্দ।
বুধবার দুপুর ২ টায় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় প্রেসক্লাবের সাংবাদিকসহ অন্যন্য শ্রেনী পেশার মানুষ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা যে অমানবিক আচারন করেছে তাতে গোটা সাংবাদিক সমাজ আজ স্তম্ভিত।
তাকে কয়েক ঘন্টা আটকে রাখা, তার উপর নির্যাতন ও পরে মামলা দিয়ে জেলহাজতে প্রেরন এটা মেনে নেওয়া যায় না।
আজকের মধ্যেই তার নিঃশর্ত মুক্তি চাই তা না হলে গোটা সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যাবেন বলে হুশিয়ারী দেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, সিনিয়র সহসভাপতি এফ এম আজিজুর রহমান, এম কিউ হুসাইন বুলবুল, চৌধুরী মাহমুদ আশরাফ (টুটু), মনির মোল্যা, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম,যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক নাছির হুসাইন, নুরুল ইসলাম নাহিদ, দপ্তর সম্পাদক শরিফুল হাসান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, সাংবাদিক শ্রাবন হাসান, মোশারফ মাসুদ, মোশারফ হোসেন প্রমূখ।
প্রিন্ট