ভেড়ামারা উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে একই পদে প্রতিদ্বন্দিতাকারি বুলবুল হাসান পিপুল আজ রবিবার সন্ধ্যায় ভেড়ামারা প্রেসক্লাবের সাংবাদিকদের অনানুষ্ঠানিকভাবে এক মতবিনিময় সভা করেন।
মতবিনিময় কালে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন বিগত ৫ বছর সুখে দুখে উপজেলাবাসির সাথে ছিলাম এবং ভবিষতে ও থাকবো।
তিনি আরও বলেন, আর যদি উন্নয়নের কথা বলেন তাহলে বলবো এ পদে উন্নয়ন করার মত কোন জায়গা নেই। তবে উপজেলা চেয়ারম্যানের সহিত যুক্ত থেকে এলাকার সমস্যা যোগাযোগ রাস্তাঘাট দুস্হ সহায়তা সহ সকল প্রকার উন্নয়ন বরাদ্দ সুষমভাবে বন্টন করবো। আর জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদ ব্যাক্ত করেন।
এ সময় ভেড়ামারা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহাগ, ভেড়ামারা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহরিয়ার কবির শোভন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক সঞ্জয় রাব্বি, ভেড়ামারা উপজেলা ছাত্রলীগের যুগ সাধারণ সম্পাদক হাসিবুল হাসান সোহান প্রমুখ নেতৃবৃন্দ প্রার্থীর সহিত যুক্ত ছিলেন।
প্রিন্ট