ফরিদপুরে বোয়ালমারীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খরিপ-১ মৌসুমে আউশ ধানের আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বিতরণ করা হয়। ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/ কৃষানিদের মাঝে ৫ কেজি বীজ (আউশ ধান), ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম রাশেদুল হাসানের সঞ্চলনায় বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ কারিজুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাপস শাখারী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আমিনুল ইসলাম এবং স্থানীয় জন প্রতিনিধিবর্গ।
প্রিন্ট