ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভেড়ামারায় বৃষ্টির প্রার্থনায় হাজারো মুসল্লির কান্না Logo আলফাডাঙ্গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় Logo দৌলতপুরে বৃষ্টি কামনা করে ইসতিসকার নামাজ আদায় Logo চট্রগ্রামের মহানগরে জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ Logo মধুখালীর ডুমাইন চেয়ারম্যান-মেম্বারকে ধরিয়ে দিলে পুরস্কার দেয়া হবে – জেলা প্রশাসক Logo নাটোরের চলনবিলে শ্রমিকের মাঝে স্যালাইন-পানি বিস্কুট, শরবত, বিতারন করছেন পরিবেশ কর্মীরা Logo কালুখালীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমনের গনসংযোগ Logo কালুখালীতে অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo বাওড়ে গোসলে নেমে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার Logo নাগরপুরের দুই সাংবাদিক বিএমএসএস এর কেন্দ্রীয় দায়িত্বে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ভেড়ামারায় পুড়ে যাওয়া পানবরজে ভাগ্য খোঁজার চেষ্টা

নতুন করে পান বরজ নির্মাণ শুরু করেছেন পানচাষীরা

চোখেমুখের আতঙ্ক কাটেনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পাঁচ গ্রামের কৃষকদের। পুড়ে যাওয়া পানবরজে ভাগ্য খোঁজার চেষ্টা করছেন তারা। চোখের সামনে পুড়ে যাওয়া বরজে আবার পান ফলানো ছাড়া আর কোনো উপায় নেই চাষিদের। সে কারণে পুড়ে যাওয়া বাঁশ-পাটকাঠি সরিয়ে নতুন করে বরজ তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন তারা। কৃষকরা বলছেন, সহজ শর্তে ঋণ পাওয়া গেলে আবার ঘুরে দাঁড়াতে পারবেন তারা।

বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখা গেছে, অনেক কৃষক নতুন করে পান বরজ নির্মাণ শুরু করেছেন। তারা নতুন করে বরজ প্রস্তুত করতে পোড়া বাঁশ ও খুঁটি সরিয়ে নিচ্ছেন জমি থেকে। কিনে আনা নতুন বাঁশ ও খড় দিয়ে ছাউনি দিচ্ছেন কেউ কেউ। কারণ পান বরজই এ এলাকার চাষিদের প্রধান অর্থকারী ফসল। এতেই তাদের সংসার চলে। তাই জীবনযুদ্ধে কোমর বেঁধে মাঠে নেমেছেন কৃষক-কৃষানিরা।

মাটিতে পোড়া গন্ধ না শুকালেও জমি থেকে পুড়ে যাওয়া বাঁশ, পাটকাঠি আর ধ্বংসস্তূপ সরিয়ে নিয়ে নতুন করে পান বরজ তৈরিতে মনোনিবেশ করছেন অনেক কৃষক। অনেকে আবার পান বীজ সংগ্রহের চেষ্টা করছেন। এ অবস্থায় প্রয়োজন প্রচুর টাকা। কিন্তু কৃষকের ঘরে টাকা নেই।

গত ১৬ মার্চ নগদ অর্থ এবং খাদ্য সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের দোরগোড়ায় পৌঁছান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ। তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করে ৪ শতাংশ হারে কৃষিঋণের ব্যবস্থা করে দেওয়ার ঘোষণা দেন।  কৃষকরা বলেছেন, একবার লাগানো পান গাছের পেঁচানো লতার পান ২৫ বছর ধরে বিক্রি করা যায়। সেই কারণে অগ্নিকাণ্ডের ঘটনায় কৃষকরা চাষাবাদে ২৫ বছর পিছিয়ে পড়েছেন। রায়টা গ্রামের চাষি রুহুল আমীন বলেন, আমার এক বিঘা জমিতে বরজ ছিল। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন নতুনভাবে করতে হলে অনেক টাকা প্রয়োজন। এ অবস্থায় এনজিওগুলো ঋণ দিতেও জটিলতা সৃষ্টি করছে।

রায়টা নতুনপাড়া গ্রামের মিলন, সাইদুর ও মেঘনাপাড়ার ক্ষতিগ্রস্ত কৃষক শাহজাহান আলী জানান, নতুন করে বরজ তৈরিতে প্রয়োজন হচ্ছে বাঁশ, পাটকাঠি, সুতা, তার, বাতা ও খড়। সুযোগ বুঝে এসবের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। যে পাটকাঠি ছিল ৩৩০ টাকা মণ, তা এখন কিনতে হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকায়। বরজ দাঁড় করাতে এখন কমপক্ষে ১ লাখ টাকা খরচ হবে, কিন্তু হাতে কোনো টাকা নেই। এমন অবস্থায় সরকারি সহযোগিতায় দ্রুত ঋণের ব্যবস্থা হলে ঘুরে দাঁড়ানোর কাজটি সহজ হবে।

এলাকায় কবে থেকে পান চাষের শুরু তা মনে করতে পারেন না বাহাদুরপুর মাধবপুর গ্রামের পানচাষি সাফাত আলী। তিনি বলেন, দাদার আমল থেকে দেখে আসছি। নিজেও করেছিলাম ৪টা বরজ। সবই আগুনে পুড়ে ছাই। হাতে টাকা-পয়সা নেই। মাটি, বাঁশ ও কাশিয়াসহ (ছাউনির উপকরণ) সব কিছুর দাম বেড়ে গেছে। নতুন করে পানবরজ ও পানগাছ লাগানো দায়। সংসার ও তিন ছেলেমেয়ের লেখাপড়া শেখাব কেমন করে।

গত ১০ মার্চ সকালে রায়টা পাথরঘাট এলাকা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুড়িয়ে ছাই হয়ে যায় ইউনিয়নের ৫টি গ্রামের সহস্রাধিক হেক্টর জমির পান বরজ, ফসলি জমি ও বসতবাড়ি। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট, পুলিশ প্রশাসন, স্থানীয় গ্রামবাসীর নিরন্তন প্রচেষ্টায় সাড়ে ৭ ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

 

নজিরবিহীন ক্ষতির কবলে পড়ে সহস্রাধিক কৃষক। টাকার ব্যাংকখ্যাত পানবরজ চোখের সামনেই পুড়ে ছাই হয়ে যায়। বাকরুদ্ধ হয়ে পড়েন কৃষকরা। কান্নায় ভেঙে পড়ে পরিবারের মা, ছেলে, মেয়ে ও স্ত্রীরা। আগুনের কাছে এক অসহায় আত্মসমর্পণে স্তব্ধ হয়ে পড়ে পুরো এলাকার মানুষ। পানবরজ পোড়ার সঙ্গে সঙ্গে ব্যাপক অর্থনৈতিক মন্দার কবলে পড়েছে পুরো এলাকা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় বৃষ্টির প্রার্থনায় হাজারো মুসল্লির কান্না

error: Content is protected !!

ভেড়ামারায় পুড়ে যাওয়া পানবরজে ভাগ্য খোঁজার চেষ্টা

নতুন করে পান বরজ নির্মাণ শুরু করেছেন পানচাষীরা

আপডেট টাইম : ০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চোখেমুখের আতঙ্ক কাটেনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পাঁচ গ্রামের কৃষকদের। পুড়ে যাওয়া পানবরজে ভাগ্য খোঁজার চেষ্টা করছেন তারা। চোখের সামনে পুড়ে যাওয়া বরজে আবার পান ফলানো ছাড়া আর কোনো উপায় নেই চাষিদের। সে কারণে পুড়ে যাওয়া বাঁশ-পাটকাঠি সরিয়ে নতুন করে বরজ তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন তারা। কৃষকরা বলছেন, সহজ শর্তে ঋণ পাওয়া গেলে আবার ঘুরে দাঁড়াতে পারবেন তারা।

বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখা গেছে, অনেক কৃষক নতুন করে পান বরজ নির্মাণ শুরু করেছেন। তারা নতুন করে বরজ প্রস্তুত করতে পোড়া বাঁশ ও খুঁটি সরিয়ে নিচ্ছেন জমি থেকে। কিনে আনা নতুন বাঁশ ও খড় দিয়ে ছাউনি দিচ্ছেন কেউ কেউ। কারণ পান বরজই এ এলাকার চাষিদের প্রধান অর্থকারী ফসল। এতেই তাদের সংসার চলে। তাই জীবনযুদ্ধে কোমর বেঁধে মাঠে নেমেছেন কৃষক-কৃষানিরা।

মাটিতে পোড়া গন্ধ না শুকালেও জমি থেকে পুড়ে যাওয়া বাঁশ, পাটকাঠি আর ধ্বংসস্তূপ সরিয়ে নিয়ে নতুন করে পান বরজ তৈরিতে মনোনিবেশ করছেন অনেক কৃষক। অনেকে আবার পান বীজ সংগ্রহের চেষ্টা করছেন। এ অবস্থায় প্রয়োজন প্রচুর টাকা। কিন্তু কৃষকের ঘরে টাকা নেই।

গত ১৬ মার্চ নগদ অর্থ এবং খাদ্য সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের দোরগোড়ায় পৌঁছান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ। তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করে ৪ শতাংশ হারে কৃষিঋণের ব্যবস্থা করে দেওয়ার ঘোষণা দেন।  কৃষকরা বলেছেন, একবার লাগানো পান গাছের পেঁচানো লতার পান ২৫ বছর ধরে বিক্রি করা যায়। সেই কারণে অগ্নিকাণ্ডের ঘটনায় কৃষকরা চাষাবাদে ২৫ বছর পিছিয়ে পড়েছেন। রায়টা গ্রামের চাষি রুহুল আমীন বলেন, আমার এক বিঘা জমিতে বরজ ছিল। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন নতুনভাবে করতে হলে অনেক টাকা প্রয়োজন। এ অবস্থায় এনজিওগুলো ঋণ দিতেও জটিলতা সৃষ্টি করছে।

রায়টা নতুনপাড়া গ্রামের মিলন, সাইদুর ও মেঘনাপাড়ার ক্ষতিগ্রস্ত কৃষক শাহজাহান আলী জানান, নতুন করে বরজ তৈরিতে প্রয়োজন হচ্ছে বাঁশ, পাটকাঠি, সুতা, তার, বাতা ও খড়। সুযোগ বুঝে এসবের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। যে পাটকাঠি ছিল ৩৩০ টাকা মণ, তা এখন কিনতে হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকায়। বরজ দাঁড় করাতে এখন কমপক্ষে ১ লাখ টাকা খরচ হবে, কিন্তু হাতে কোনো টাকা নেই। এমন অবস্থায় সরকারি সহযোগিতায় দ্রুত ঋণের ব্যবস্থা হলে ঘুরে দাঁড়ানোর কাজটি সহজ হবে।

এলাকায় কবে থেকে পান চাষের শুরু তা মনে করতে পারেন না বাহাদুরপুর মাধবপুর গ্রামের পানচাষি সাফাত আলী। তিনি বলেন, দাদার আমল থেকে দেখে আসছি। নিজেও করেছিলাম ৪টা বরজ। সবই আগুনে পুড়ে ছাই। হাতে টাকা-পয়সা নেই। মাটি, বাঁশ ও কাশিয়াসহ (ছাউনির উপকরণ) সব কিছুর দাম বেড়ে গেছে। নতুন করে পানবরজ ও পানগাছ লাগানো দায়। সংসার ও তিন ছেলেমেয়ের লেখাপড়া শেখাব কেমন করে।

গত ১০ মার্চ সকালে রায়টা পাথরঘাট এলাকা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুড়িয়ে ছাই হয়ে যায় ইউনিয়নের ৫টি গ্রামের সহস্রাধিক হেক্টর জমির পান বরজ, ফসলি জমি ও বসতবাড়ি। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট, পুলিশ প্রশাসন, স্থানীয় গ্রামবাসীর নিরন্তন প্রচেষ্টায় সাড়ে ৭ ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

 

নজিরবিহীন ক্ষতির কবলে পড়ে সহস্রাধিক কৃষক। টাকার ব্যাংকখ্যাত পানবরজ চোখের সামনেই পুড়ে ছাই হয়ে যায়। বাকরুদ্ধ হয়ে পড়েন কৃষকরা। কান্নায় ভেঙে পড়ে পরিবারের মা, ছেলে, মেয়ে ও স্ত্রীরা। আগুনের কাছে এক অসহায় আত্মসমর্পণে স্তব্ধ হয়ে পড়ে পুরো এলাকার মানুষ। পানবরজ পোড়ার সঙ্গে সঙ্গে ব্যাপক অর্থনৈতিক মন্দার কবলে পড়েছে পুরো এলাকা।