ফরিদপুরের আলফাডাঙ্গায় কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মার্চ) বিকালে উপজেলা সদরের কালিবাবু রোডে অবস্থিত সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আলফাডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মনিরুল হক সিকদার।
উপজেলা ক্যাবের দপ্তর সম্পাদক মিয়া রাকিবুলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা এম এম মহিউদ্দিন আহমেদ, আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক মুরাদ হোসেন তালুকদার, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম ও উপজেলা ক্যাবের সাবেক যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম প্রমূখ।
এ সময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবীর, আলফাডাঙ্গা থানা উপ-পরিদর্শক মো. আসলাম উদ্দিন, উপজেলা ক্যাবের সহ-সভাপতি ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক ইয়াছিন আরাফাত, এনামুল হক রুবেল, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক ইবাদত হোসেন মুরাদ, ধর্ম বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, কার্যকরী সদস্য কাজী মুকুল হাসান, মর্তুজা হাসান সজল ও বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশনের আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলামসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।
পরে ইফতার পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মুফতি রাকিবুল হাসান রাকিব।
প্রিন্ট